মানুষের উপকার কম করলাম না,পরিনামে খেলাম শুধু বাঁশ। তবু হাল ছাড়ি নাই....উপকারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কক্সবাজারের টেকনাফে একটি গাভী ৬ পা বিশিষ্ট ১টি বাছুর প্রসব করেছে। ঘটনাটি সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে। ২৬ মার্চ ভোর রাতে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া গ্রামে মৃত হাজী নূর মোহাম্মদের পুত্র ইসমাইলের বসতবাড়ী সুপারী ও বাগানের ভেতরে ছায়া ঘেরা পল্লীতে ঘটেছে চাঞ্চল্যকর এ ঘটনা।
খবর পেয়ে এ প্রতিবেদক স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলাম সাইফীসহ দুপুরে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে গরুর মালিক মোহাম্মদ ইসমাইলের সাথে আলাপ করে জানা যায়- ২৬ মার্চ ভোর রাতে তার গৃহপালিত গাভীটি স্বাভাবিক ভাবে ১টি বাছুর প্রসব করে। প্রসবের পর দেখা যায়, বাছুরটির ৬টি পা। মুহুর্তে এখবর ছড়িয়ে পড়লে হাজার হাজার নারী পুরুষ দলে দলে বাছুরটি এক নজর দেখতে ভীড় জমায়। বাছুরটির পিছনের বাম দিকে অতিরিক্ত ২টি পা রয়েছে। ওজন স্বাভাবিক হলেও দাড়াতে পারেনা এ রিপোর্ট লেখা পর্যন্ত বাছুরটি জীবিত ছিল।
বাছুরটি বাচাঁতে গৃহকর্তা দুধ খওয়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে। টেকনাফ উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে খবর দেয়া হয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।