স্বপ্ন দেখাটা অভ্যাস হয়ে গেছে, আকাশ-কুসুম তো বটেই
মর্ত্য হইতে আগত দেবদূতকে দেখিয়া স্বর্গে আসীন গুরুদেব রবি ঠাকুর স্বর্গদ্বারে হাজির হইলেন,
- দূত!
- আজ্ঞে গুরুদেব!
- মর্ত্যলোকেরা কী আমাকে ভুলিয়া গিয়াছে?
- আলবৎ না গুরুদেব, তাহারা আপনার সার্ধশত জন্মবার্ষিকী পালন করিয়াছে।
- মর্ত্য হইতে আমার জন্য কী আনিয়াছ?
- আজ্ঞে গুরুদেব, মর্ত্যের লোকপ্রিয় গাতিকা ইভা রহমানের একক অ্যালবাম “মনে রবে কিনা রবে আমারে”।
গুরুদেব কথা না বাড়াইয়া হনহন করিয়া স্বর্গে চলিয়া গেলেন। মনে মনে ভাবিলেন, 'এই দফা বাঁচিয়া গেলাম, ভাগ্যিস স্বর্গে হার্ট অ্যাটাক হয় না'।
খবর:
রবীন্দ্রনাথের গান নিয়ে ইভার অ্যালবাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।