মানসী সম্পর্কে এক বিজ্ঞ-জন বলেছেন, মানসীতে নাকি প্রেমের কবিতাগুলো খুব একটা রসঘন হয়ে উঠেনি। গুরুদেবের কবিতা সমালোচনা করা মতো এলেম আমার নেই। কিন্তু আমার কাছে মানসী'র প্রেমের কবিতাগুলো খুবই ভাল লেগেছে। বিশেষ করে বইয়ের প্রথমদিকের দুইটি কবিতা ‘ভুলে’ এবং ‘ভুল-ভাঙ্গা’ একই সাথে প্রেম এবং বিরহ-বেদনার অপূর্ব অনুভূতি জাগিয়েছে। ‘উপহার’ কবিতাটিকে আমার কাছে মানসী'র সবচেয়ে বড় চমক বলে মনে হয়েছে। বইয়ের একদম শুরুতে দেওয়া এই কবিতাটিতে যেন গুরুদেব তার স্বীয়শক্তি এবং আত্মপ্রত্যয়ের পূর্ণ প্রকাশ ঘটিয়েছেন। মানসীতে আমার অতি প্রিয় একটি গান আছে ‘এমন দিনে তারে বলা যায়’। এটি যেন প্রকৃতি ও প্রেমের এক মধুর সংমিশ্রণ।
অনুরূপ আলোচনা করেছি পড়ুয়াতে (http://boiporua.appspot.com/review/24016)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।