Brave,emotional and want to survive last end of my blood...... শিক্ষক শব্দ টি ছোট বেলা থেকে আমার কাছে অতিশয় আতঙ্কের নাম |আমার জীবনে আমার শিক্ষক দের মধ্যে আমার বাবা ও আছেন |বাবা কে নিয়ে আমি অতি আতঙ্কে দিন কাটাতাম |বিশেষ করে শুক্র বারে |এই দিন এ দেখা যেত বাবা আমায় ইংরেজী রচনা শিখতে দিলেন |ক্লাস তিন এ পড়ি তখন |আমাদের উপর তলার আলম ভাই শুক্র বারে দুনিয়ার ইম্পরতান্ত ম্যাচ গুলা নিত |আর আমি মুখস্ত করতাম "দী কাউ" |নাহ,আমি ব্যর্থ হতাম |ধরেন পুরা রচনা ঠিক আসে মাগার ডেস্ক্রিপ্সন বানান ভুল |আবার লেখ |আমি লিখতে লিখতে দুপুর গরাই খাই দাই বিকেল,ম্যাচ ও শেষ |আমি আছি "দী কাউ" নিয়া |কিন্তু তারপরে ও বাবা আমারে ছাড়ে নাই |তাহার সামনে আর এক আতঙ্ক হত যখন ক্লাস সেভেন এ উঠলাম |আতঙ্কের নাম "মিডল টার্ম ফ্যাক্তর" |উফফ,এত দাল ব্রেইন যে কেমনে হই আমার |বাবা পিটাইলে মাইয়ের কাছে দৌড় লাগাইতাম |কিন্তু মাঝে মাঝে চাঞ্চ মিলত না |আমার ছোট ভাই সেই তুলনাই অনেক লাকি |টেলেন্ত ও বটে |যাই হোক,আমি যখন ইন্তারমেডিয়েট ফেল করলাম তিনি বললেন পড়ালেখা কর নাই |তুমি পড় পারবা |আমি যেই দিন পাস করলাম তিনি বললেন যা পাইসো আর কি |শিক্ষক হিসাবে তিনি এখন ও আমাই শিক্ষা দিতে ভুলেন না |সেই চরম মেজাজ খানা আজ ও তেতে উঠে আমার ভুল এ,আমার ব্যর্থতায় |তাহার স্থান শিক্ষক লেভেলে উপরের দিকে | বর্তমানে ইস্কুল শিক্ষক দের আমার আর এক আতঙ্ক মনে হয় |উদাহারন দেই--"বিজয় দিবসের দিনে কঠীন ও ইম্পরতান্ত মডেল টেস্ট"......আমার বাড়ি তে গত বছর দুর্গা পুজার দশমীর অঞ্জলি পর্ব শেষে এক ফ্যামিলি কে চলে আস্তে দেখি |সুনলাম বিকেলে ছেলের মডেল টেস্ট |আমি কিছু বলতে পারি নাই,যদি আমার মত ফেল করে বসে !!! এবার আসি কলেজ এ...উনাদের আমার করপোরেট ব্যবসায়ি বলে মনে হয় |যেমন ধরেন কলেজ এ দেখা নাই...মাগার কোচীং সেন্ট্রার মহা গরম অবস্থা......আমি অনেক মেধাবি তরুন কে দেখেছি যারা পইসার অভাবে প্রাইভেট না পড়তে পেড়ে বিজ্ঞান বিভাগ ছেড়েছে |আমি ছিলাম ছোট বেলা থেকে গিয়ান পাপী |তাই প্রায় সময় তাদের বেতন দিতাম না |দেখা ্যাই তো,অর্ধেক দিসি প্রথম কিস্তি তে আর দি নাই |আমার দলে আর আসে |তাদের সবাই ইঞ্জিনিয়ার আমার মত,একজন আইন নিয়া পড়ছে |আমাদের মধ্যে যে দুই জন দিত তাদের একজন ডাক্তার,আর একজন সাংবাদিক..................ফেল করার পর শিক্ষকের বেতন নিয়া আর কাব্জাভ করি নাই |পাস করার পর ইঞ্জিনীয়ারীং এ ভর্তি হলাম...............এখানে দেখি র এক কাভজাব..................(উহা পাস করিয়া লিখব............অপেক্ষাই থাকুন) তবে ইহা টিক এই জীবনে ক্লাস এর প্রথম বালকটি কে এখন ও গতবান্দা হাদারাম এ দেখিয়া আস্তেছি |ক্লাস এর ২৮৯ রোল নং কে আমার তাহার চেয়ে অধিকতর শক্তিশালী মনে হয় |আমার ছিল ২৭৩ |স্কুল লেভেল থেকে অতিসয় দালাল শ্রেনির সাথে আমি পরিচিত |জীবনের এহেন সময়ে আজ ও তাহাদের অস্তিত্ত আমি খুঁজে পাই |যাই হোক স্কুল এ প্রদ্যত রায়,হাইয়ার ম্যাথ প্রদীপ,ইংরেজি মিলন স্যার এর কথা এখন ও কানে বাড়ী খাই......কলেজ এ প্রতুল স্যার ও হযরত আলি স্যার দের এখন ও রাস্তাই সেলাম ঠুকি..................জীবনে সবার কাছ থেকে সব কিছু পাওয়া টা বেপার না.........কাটানো মুহুর্ত গুলো বেপার......... শিক্ষক হিসাবে বন্ধু বান্ধবের অবস্থান আমার কাছে এখন ও অবিস্ম্রনিয়.........আমার বন্ধু সোহান আমাই প্রথম সেখায় গনিতে সেট কি জিনিস.........অতি কঠিন থেকে কঠিনতর ত্রিকোন্মিতি তার কাছ থেকে শিক্ষালাভ করেছি......বন্ধু তন্ময় এর কাছ থেকে জেনেছি জিওমেত্রির জত গুহ্যবিদ্যা......এই বিষয় গুল আমি আমার স্কুল এর কোন শিক্ষকের কাছে শিখি নাই.........আমি আমার ইঞ্জিনিয়ারিং লাইফ এ বন্ধু রুপায়ন কে ও শুভ কে মুগ্ধ হয়ে দেখি......অনেক বিষয় পরীক্ষার আগেরদিন তাহাদের সাথে আড্ডাকালে আমার কাছে পরিস্কার হয়ে উঠে...............যা আমাই প্রচলিত ধারার শিক্ষক রা দিতে পারে না...............তাই আমার অনেক বছরের বাইরে কাটানো জীবনে তাদের অবদান মা-বাবার পর দেখি............আমার বন্ধুরা আমার ক্ষতি কখন ও চাই নি.........এটাই বা শিক্ষকের চেয়ে কম কিসে????????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।