বিদ্রোহীকবি একবার অনশন করেছিলেন জেলে । একথা শুনে গুরুদেব কবিকে লেখেন,
Give up your hunger strike, our literature claims you .
আমি গুরুদেব নই , লালসালুও নজরুল নয় । তবুও বলছি লালসালু ফিরে আস ।
আমাদের সবার আক্রমনের লক্ষ্য হওয়া উচিত ছিল সংশ্লিষ্ট চ্যানেল ও পন্যের মালিকানা প্রতিষ্টান । লালসালু ও রাগইমনের কলমযুদ্ধের আড়ালে তারা হাসছে ।
আমিও চাইলে রাগইমনের লেখার জবাবে ওরকম ৩ কিস্তি লিখতে পারি । কিন্তু যদি লিখি তাহলে আমরা আমাদের মুল লক্ষ্য থেকে দূর সরে আসব । প্রয়োজনে যে কোনস্থানে হেড-টু-হেড বিতর্ক হতে পারে । এখন আমাদের মুল লক্ষ্য হওয়া উচিত
এই ধরনের অনুষ্টান বাংলাদেশের সীমানার মধ্যে যেন না হতে পারে তার ব্যবস্থা নেয়া ।
এখন দেখুন আমার এ প্রস্তাব আপনাদের পছন্দ হয় কিনা –
১।
চামড়ার ব্যবসার জন্য ‘রুপসিদের প্রিয় সাবান’ বলে যারা বিজ্ঞাপন দেয় বিশেষত লাক্স, সব সাবান ও কসমেটিক বর্জন করে যাব ।
২। চামড়ার ব্যবসায়ীরা যাতে আর কিশোরি তরুনীদের আকৃষ্ট করতে না পারে সে জন্য মাধ্যমিকের বাংলা পাঠ্যপুস্তকে প্রবন্ধ প্রচলন করা যেতে পারে। এ থেকে তরুনীদের ও অভিভাবকদের সচেনতা কিছুটা হলেও বাড়বে । বর্তমান শিক্ষা কমিটির একজন সদস্য আার শিক্ষক ।
তিনি সবার কথা মনোযোগ দিয়ে শুনেন । অসম্ভবের কিছু হবে না ।
৩। আগামীবার যেন সুন্দরি প্রতিযোগিতার নামে কোন অনুষ্টান হতে না পারে তার জন্য সচেতনতামুলক কার্যক্রম চালানো যেতে পারে ,যেমন লালসালু ঘোষনা দিয়েছিলেন –এক লাক্স সুন্দরির জীবনের করুন কাহিনি তিনি তুলে ধরবেন ।
৪।
এই ধরনের প্রতিযোগিতার নামে কোন অনুষ্টান পরিবেশ দুষনের মতোই আমাদের সমাজকে দুষিত করছে । আর চামড়ার ব্যবসায়িরা যেহেতু অর্থবান,মিডিয়াওতাদের নিয়ন্ত্রনে –তাই পরিবেশবাদি সংগঠন “বেলা”র মতো কোন সংগঠনের মেধাবী আইনজীবীদের সাহায্য নিয়েহাইকোর্টে নিষেধাজ্ঞা রিট ও মামলা চালিয়ে যাওয়া যেতে পারে ।
বাকীগুলো আপনারা যোগ করুন.....................
কোন এক ফরাসী দার্শনিক বলেছিলে , “আমি তোমার মন্তব্যের সাথে একমত হতে না পারি কিন্তু আমি তোমার বলার অধিকার জীবন দিয়ে হলেও রক্ষা করব । ”
যে মন্তব্যগুলো অশ্লিলতার দোষে দুষ্ট ছিল সেগুলো ডিলিট করে দেয়া যেত,পোষ্ট নয় ।
এই ধরনের অনুষ্টান বাংলাদেশের সীমানার মধ্যে যেন না হতে পারে সেজন্য রাগ ইমন ও সমমনা ব্লগারদের দায়িত এখন আরো বেড়ে গেল ।
দেখা যাক তারা কি করেন ।
একবছর পর বোঝা যাবে লালসালুর এ শাস্তি ঠিক ছিল কি না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।