বোরহান উদ্দিন আহমেদ (মাসুম)
আমি কবিতা লিখতে পারিনা, কখনো লিখে ও না, এই লিখাটা সকল মায়ের জন্য। উৎসর্গ সকল মাকে। কেমন হল জানাবেন।
মা দিবসে মায়ের জন্য হাজার রকম ফুল,
মায়ের আদর পেতে আমার মনটা শুধুই ব্যকুল।
দুরপ্রদেশে মা দিবসে মা কে জানাই সালাম
মা ই আমার সকাল দুপুর, মা ই আমার সাম।
বাংলা আমার আর এক মাতা বাংলা আমার প্রান,
মা দিবসে গাইবো শুধু বাংলা মায়ের গান।
তিন বছরের বেশী আমি মা কে দেখি না
মা কে ছাড়া বিদেশেতে কেউ কোনদিন সুখী না।
মা দিবসে করবো দোয়া সব মায়েদের জন্য,
তখনি শুধু বলতে পারি ধন্য জীবন ধন্য।
আল্লাহ্র কাছে এইতো চাওয়া,পরকালে মায়ের সাথে,
রাখেন যেন আরামের ঐ জান্নাতে।
প্রিয় ব্লগার বন্দুরা মা কে তো আমরা সবাই অনেক ভাল বাসি।
আসেন এই বিশ্ব মা দিবসে মায়ের জন্য দোয়া করি, আমাদের মিত্যুর আগে যেন, মায়ের মিত্যু না আসে। আবার আমি যদি মায়ের আগে মরি তা ও তো মা সহ্য করতে পারবেন না, বরং আমরা রাব্বুল আলামিন এর কাছে এই দোয়া করি মা আর আমি যেন এক সাথে মরি। আমরা বাংলা মা এর সন্তানেরা মা কে অনেক ভালবাসি, অত্যান্ত দুঃখের বিষয় এই ভালবাসা বেশী দিন আমরা ধরে রাখতে পারি না। আমাদের সমাজে বিয়ের পরে অনেকেরই কাছে মা শুত্রু হিসাবে গন্য হয়ে থাকেন। বউয়ের কথায় অনেক সংসারেই মায়ের উপর অত্যাচার করা হয়।
অনেক বাবা মাকেই অত্যাচারিত হয়ে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে জায়গা নিতে হয়। আসলেই আফসোস ঐ সব সন্তান্দের জন্য যাদের মা, তাদের সন্তানেরা জীবিত থাকতেও দুঃখে কষ্টে দিন যাপন করতে হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।