ঠাকুরের জন্য পদ্য
ঠাকুর আজ আমাদের শ্রাবণে প্রবেশ করেছে
ঠাকুর আজ আমাদের বৃষ্টিতে ভিজে গেছে
ঠাকুর আজ আমাদের নদীতে থৈ থৈ করে
ঠাকুর আজ আমাদের পানশীতে গেছে
ঠাকুর তুমি কোন মাটি দিয়ে হেঁটেছ
ঠাকুর তুমি কোন চাষের জমি নিয়েছ
ঠাকুর তুমি কোন গাছের তলে ছায়ায় ছিলে
ঠাকুর তুমি কোন দান দিয়েছ
ঠাকুর তুমি আবার এসো আমাদের গ্রামে
ঠাকুর তুমি আবার এসো আমাদের মজলিশে
ঠাকুর তুমি আবার এসো আমাদের প্রেমে
ঠাকুর তুমি আমার এসো চাষীদের দহলিজে।
তোমার জন্য পেতেছে শীতলপাটি
এবং আমার সোনার সোনামাটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।