আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব মা দিবস উপলক্ষে নাজমুল ইসলাম মকবুল এর একগুচ্ছ মায়ের ছড়া

নাজমুল ইসলাম মকবুল

বিশ্ব মা দিবস উপলক্ষে নাজমুল ইসলাম মকবুল এর একগুচ্ছ মায়ের ছড়া মায়ের মতো বিশ্ব জোড়ে মায়ের মতো পাইনি আমি অন্য কেহ আর পারেনা দিতে এমন মায়ের মতো আদর স্নেহ। । মায়ের ভাষায় বলবো কথা অন্য ভাষায় বললে কথা মন ভরেনা মন মায়ের ভাষায় বলবো কথা পণ করেছি পণ। । মা আমার মা আমার চোখের মণি সবার চেয়ে সেরা মা আমার সোহাগ খনি স্নেহ মায়ায় ঘেরা।

মা আমার জান্নাতসম পবিত্র এক ফুল মায়ের কথা কোন দিনই নাহি পড়ে ভুল। । মা মোর মা মোর হৃদয়ের স্বর্গীয় ঝংকার মা মোর বুক ভরা জীবনের অহংকার। মা মোর স্নেহমাখা রক্তের বাধন মা মোর দুনিয়ার সর্ব কালের সেরা ধন। মা মোর জেগে থাকা আঁকাশের চাঁদ মো মোর চোখ জোড়া রাজ প্রাসাদ।

মা মোর ফুটন্ত গোলাপের ঘ্রান মা মোর চিরদিন থেকো অম্লান। । মা মা হলেন পৃথিবীর সুখময় জান্নাত স্রষ্টার দেয়া এক অপরূপ সওগাত। চোখ যখন মুছে দেন আচলের পরশে ভরে যায় মনটি পুলকে হরষে। শত ব্যথা সয়ে তবু বড় করেন আদরে কুলে নেন খুশি মনে স্নেহমাখা সাদরে।

মায়ের মুখের কথাগুলো কতো যে মধুময় কোন কিছু দুনিয়ার মা'র চেয়ে সুখের নয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.