আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর সব মায়ের জন্য, মায়ের সন্তানদের জন্য ভালোবাসা।

. আমার নাইবা হলো পারে যাওয়া...

Mith Hassan for you ammi...u r the one who i love most in the whole world,u bring my in this world, u gave me lots of love what i needed nd will need for ever..love you so much...so when i was making that project u was always in my mind...because all the words i put it through its a ll for u..and u deserve the world happiness, and i am proud to say that u r my "MOM" and i want u as my mom for ever...love u lots...and that;s the best gift i can give you in mothers day..i know its on Sunday, but my mothers day is all the day..mwwwhhz..cheek the video and do subscribed at my dsjdesign channel... সকালে মেয়ে ফোন করে ভেজা কন্ঠে যখন বল্লো, " মা আপনার ফেসবুক ওয়াল দেখেছেন"? বুকটা কেঁপে উঠলো। ব্যাকুল হয়ে বললাম, কেনো? কি হয়েছে? মেয়ে আস্বস্থ করলো, " কিছু হয়নি। মিথুন খুব সুন্দর লিখেছে। যাক! স্বস্তির নিশ্বাষ ছেড়ে কাজ সেরে যখন ফেসবুকে ঢুকলাম তখন এই ভিডিও ও কমেন্টটা পড়লাম। এটা আমার ছেলের তৈরী করা ভিডিও।

চোখ ভিজে গেলো। সন্তানের কাছ থেকে এমন কথা শুনলে সব মায়েরই চোখে আনন্দের বান ডাকে। এটা ছিলো আমার জন্য, পৃথিবীর সব মায়ের জন্য আমার ছেলের তৈরী করা উপহার। আজ আমার মা এই পৃথিবীতে নেই। কিন্তু মা আছেন আমার সারা অস্তিত্ত্ব জুড়ে।

মাকে মনে পড়েনা এমন কোন দিন কি সম্ভব? তবুও মনে হয় "আহা! এমনি করে আমার সহজ সরল মা'টাকে যদি আমার ভালবাসার কথা বলতে পারতাম"? মায়ের কাছে তার সন্তানের চাইতে বড় আর কিছুই নেই। সন্তানের মুখে একফোটা অন্ন তুলে দেবার জন্য মা তার নিজের স্বত্তাকেও বিসর্জন দিতে পারেন। এমন অনেক নজির আছে। মায়ের কাছে সন্তানই হলো তাঁর পৃথিবী, সন্তানই হলো তাঁর নিঃশ্বাষ, সন্তান হলো তাঁর বেঁচে থাকার অবলম্বন। সেই সন্তানেরা কি পারে মাকে দূরে সরিয়ে দিতে? পারে কি ভুলে যেতে? সকল মা আর সন্তানের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা।

--------------------------------------------------- মাকে নিয়ে আমার কিছু প্রিয় গান। ও তোতা পাখীরে মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, আমার মায়ের কথা পড়লে মনে কত দিন দেখিনা মায়ের মুখ মায়ের একধার দুধের দাম। মেরি আওয়াজ কো মিল গ্যায়া রোশনী। মা "" তারে জমিন পার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.