আমাদের কথা খুঁজে নিন

   

কৃষ্ণচূড়া আড্ডায়

ভালো কাজের জন্য ভালো মানুষ হলে হয় না। ভালো মন থাকতে হয়।

কয়েকদিন ধরেই এই কর্মব্যাস্ত জীবনে হাপিঁয়ে উঠেছিলাম............ দূরে হারিয়ে যেতে ইচ্ছে করছিলো আজ............. কিন্তু কোথায় যাবো তা ভেবে উঠে পারছিলাম না.............. পরে মনে পড়ে গেলো আজকে তো সামুর কৃষ্ণচূড়া আড্ডার আয়োজন করা হয়েছে............... তাই দেরী না করেই ক্যামেরাটা নিয়ে বের হয়ে পড়লাম ক্ষনিকের হারিয়ে যাওয়ার উদ্দেশ্যে................................ বিকেল পেড়োতেই গেলাম সংসদ ভবন সংলগ্ন লেক-সেতুর এখানে। সামুর আড্ডাখানায়.............. আনেক হেবিওয়েট ব্লগার ছিলেন যাদের নাম জানতাম........... কিন্তু দেখা হয়নি..... আড্ডার ফাকে তাদের সাথেও পরিচয় হয়ে গেলো। সুতরাং দেরি না করে আসুন ছবি দেখি................ গ্রুপ ছবি........ সবাই ক্যামেরা নিয়ে ব্যাস্ত আধারেও ছবিতোলায় ব্যাস্ত কেউ আবার মোবাইলেও ব্যাস্ত........... আজকের দুই হিরো.......... কষ্ট করে ছবি দেখার জন্য আপনাদের ধন্যবাদ.................. ভালো থাকবেন সবাই................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।