আমাদের কথা খুঁজে নিন

   

কৃষ্ণচূড়া

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দ্বীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা। আমার প্রিয় একটা ফুল কৃষ্ণচূড়া আমি তোমার নাম দিয়েছি কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া বলেই এখন তোমাকে ডাকি। সেই দিনগুলোর কথা মনে পড়ে কি তোমার? আমার মনে পড়ে জানো, সেই দিনগুলো আমার আজীবন মনে থাকবে কষ্টের যে তীব্র যন্ত্রণা... আমার চেয়ে আর কে ভালো জানে? তখন আমার বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছিল না, তোমার বুঝার কথা না বুকের ভেতর যে হাহাকার নিদারুন কষ্ট আমি সহ্য করেছি সত্যিই তা তোমার বুঝার কথা না।

তবে হ্যাঁ আমি সেই দুঃখগুলো ভুলে যাই ভুলে যাই বলেইত ফিরে আসি তোমার কাছে আমার অনন্ত অম্বরে শুধু তুমি-হ্যাঁ শুধুই তুমি কিন্তু একটা সময় পার করে দেখি আমার অম্বর পুরোটাই খালি । সুখের স্মৃতিগুলো হাতছানি দিয়ে বার বার কাছে টানে কৃষ্ণচূড়া কেমন আছ , ভালো? আমিও ভালো আছি। না , জিজ্ঞেস করবনা কি পেয়েছ? জিজ্ঞেস করব কিছু কি হারিয়েছ? একটা সময় গিয়েছে আমার যে চোখের জল চোখেই শুকিয়েছে। এটা যে কি কষ্টের ছিল না না বুঝবেনা। সময়ে অসময়ে শুধু ভাবি কাকে? বলতো কাকে? কারন আমার বাঁচার প্রেরণা দেয় আমার ভাবনা লাভ লোকসান হিসেব করিনা।

আমি জানি তোমার বুকের মাঝেও একরকম কষ্ট হয় আমার ভালবাসাত আর মিথ্যে ছিল না তবে কেন এই দুঃখ বরন জানিনা তুমিত আর বললে না। শ্রাবন মাস শ্রাবনের কোন এক সময় আমার ভালবাসার বাগানে ফুল ফুটেছে আর ঠিক ক’মাস পর আমার ভালবাসার বাগান থেকে সবচেয়ে প্রিয় পাখিটি শেকল কেটেছে। যখন ঝর ঝর বৃষ্টি হয় সত্যি বলছি- তোমাকে ভিশন মনে পড়ে “বৃষ্টি যাও তার অধর ভিজিয়ে দাও” -খুব বলতে ইচ্ছে করে। ইচ্ছে ছিল -তুমি আর আমি পাশাপাশি বসে চাঁদ দেখব কিন্তু দুঃখ শুধু একটাই আমার স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল। সেই কণ্ঠস্বর এখনও বাজে আমার কানের কাছে একবার কি বলবে সেই কথাটা তিনটা শব্দ কি অসাধারণ শক্তি তা বুঝাতে পারবনা ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।

( এই কবিতাটা ৬ বছর আগে লিখেছিলাম। জানিনা আপনাদের কতটুকু ভালো লাগবে)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।