আমাদের কথা খুঁজে নিন

   

এমপির রোষানলে বরগুনা শহীদ মিনার চত্বরের ২১ টি কৃষ্ণচূড়া !

খুব সাধারন এক মানুষ। ভালবাসি সাধারন মানুষের জন্য কিছু করতে। অনেকেরই কিছু ছোট ছোট স্বপ্ন থাকে দেশকে নিয়ে ,সমাজকে নিয়ে। বরগুনার কিছু সপ্নবাজ তরুণ স্বপ্ন দেখেছিল তাদের শহীদ মিনার চত্বর ভরে উঠবে ফুলে ফুলে। কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি তরুণ সাংবাদিক সোহেল হাফিজ শুভ সংঘের বন্ধুদের নিয়ে ভাষা শহীদের চেতনায় বরগুনা শহীদ মিনার চত্বরে আজ থেকে বছর তিনেক আগে বরগুনা পৌরসভার অনুমতি নিয়ে রোপণ করে একুশটি কৃষ্ণচূড়া গাছ।

এর পর শুরু হয় গাছগুলো পরিচর্যার এক মহাযজ্ঞ। গবাদি পশুর হাত থেকে গাছ রক্ষা করতে শুভ সংঘের বন্ধুরা বাড়ি-বাড়ি ঘুরে বেড়া দেয়ার সরঞ্জাম জোগাড় করে। নিয়মিত চলতে থাকে পানি দেয়া - সার দেয়া সহ রক্ষনা বেক্ষনের কাজ। গাছের পাশে যেহেতু খেলার মাঠ তাই প্রতিদন বিকেলে বাচ্চদের খেলার সময় শুভ সংঘের কেউ না কেউ গাছ গুলো পাহারা দিত। টিফিনের টাকা বাচিয়ে গাছে সার দেয়ার জন্য টাকা জমাত।

কালেরকণ্ঠ শুভ সংঘের এমন একটি উদ্যোগকে সবাই সাধুবাদ জানায়। এর নাম দেয়া হয় কৃষ্ণ কানন । আস্তে আস্তে গাছ গুলো বেড়ে উঠতে থাকে সেই সাথে বেড়ে উঠতে থাকে কিছু স্বপ্ন। কিন্তু হঠাৎ করেই সেই স্বপ্ন আজ ভাঙ্গার পথে । গাছগুলো যখন কিছুটা বড় হল , হয়তো আর দু ' এক বছর গেলেই ফুল আসত।

কৃষ্ণচূড়ার কড়া লাল রঙে রঙ্গিন হতো বরগুনা শহীদ মিনার চত্বর ঠিক তখনই এই গাছগুলো একটি মহলের গাঁ জ্বালার কারন হয়ে উঠলো। হঠাৎই শুভ সংঘের বন্ধুদের কাছে খবর আসল তাদের কৃষ্ণ কাননের বেড়া পৌরসভা নির্মাণ সামগ্রি ফেলে ভেঙে ফেলেছে। খবর পেয়ে তারা ছুটে গেল মেয়রের কাছ... কারন জানতে চাইলে মেয়র বললো আমার কিছু করার নেই "এমপি" মহোদয় আমার সাথে এই গাছের জন্য অনেক রাগারাগি করেছে, গাছ গুলো ওখানে রাখা যাবে না ! কৃষ্ণচূড়া গাছ গুলো রক্ষায় বিভিন্ন ভাবে "এমপি" মহোদয় এর সাথে যোগাযোগ করা হল যাতে গাছ গুলো কেটে না ফেলা হয় ! কিন্তু এমপি তার অবস্থানে অনড় ! তার কথা এইসব একুশের চেতনা টেতনা বাড়িতে গাছ লাগিয়ে পালন করলেই তো হয় ? গাছ গুলো নাকি উল্টো শহীদ মিনারের সৌন্দর্য নষ্ট করছে ? প্রেস ক্লাব সহ বরগুনার সচেতন নাগরিকরা গাছ গুলো রক্ষার দাবি জানালে এমপি কৃষ্ণচূড়া গাছ গুলো উঠিয়ে অন্য জায়গায় লাগাতে বলে ! গাছগুলো যখন রোপণ করা হয় তার কিছুদিন পরই এমপি কে জানানো হয় এবং নিজে এসে গাছ গুলো দেখে যায়। এছাড়া বরগুনার গণ্য-মান্য সবাই একবার না একবার কৃষ্ণ কাননে এসে দেখে যায় , গাছের সাথে পোজ দিয়ে ছবি তোলে । সাধারন নাগরিকদের ছোট ছোট স্বপ্নগুলো কি এভাবেই ক্ষমতাবানদের ইচ্ছায় বিলিন হয়ে যাবে।

আমরা কি আর স্বপ্ন দেখবো না আমাদের দেশকে নিয়ে আমাদের সমাজকে নিয়ে ? বরগুনা শহীদ-মিনার চত্বরের ২১ টি কৃষ্ণচূড়া রক্ষায় সবাইকে এগিয়ে আসার দাবি জানাই। যে করেই হোক গাছ গুলো যাতে রক্ষা পায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.