My scars remind me that the past is real, I tear my heart open just to feel........
সামহোয়ারইনব্লগে কালীদাস নিক নিলেও আমি জানি কোবতে লেখা আমার কাজ না, কারণ যতদিন লেখেছি, দৌড়ানি খেয়েছি। কয়েকদিন আগে এক মহতী পুস্টে আমার কাব্যপ্রোতিভা খানিকটা বের হয়ে গিয়েছিল ভুলক্রমে। ঐদিন আরো কয়েকটা লিখেছিলাম সেগুলো আর কোবতে লিখে দৌড়ানি খাওয়ার একটা ঘটনা নিয়ে আজকের পুস্টটা দিলাম। সিরিয়াস কবিদের জন্য এই পুস্ট নয়, পরে সুইসাইড করলে বা আমাকে খুন করার ইচ্ছা জাগলে তার জন্য আমি দায়ী নই।
***ভার্সিটি লাইফের ঘটনাগুলোর প্রথমটা শুধু বলি আজকে।
ফার্স্ট ইয়ারে পড়ার সময় ক্লাসে একজন স্বভাব কবি ছিল, ধরলাম তার নাম ছিল রবিন। খুবই ভাল ছেলে কিন্তু কাব্য চর্চা মনে হয় একটু বেশি করত। একদিন এক ক্লাসের মাঝখানে একটা শিট এল হাতে, উপরে লেখা পুরা ক্লাশের সবাই নিজ নিজ কবিতা লিখবে এখানে। পড়ে দেখি কি লিখছে একেকজন বেশিরভাগই আমার এন্টেনায় ধরেনা। যাই হোক, আমি নিজের নাম লিখে দুইটা লাইন লেখলাম
যদি কোথাও চোখে পড়ে
মোর কবিতাসিন্ধু
রবিনের পাছায় লাথি মেরো
হে মহান বন্ধু।
।
পাস করার পর দেখি সব বেঞ্চ থেকে হাসির সাউন্ড হচ্ছে চাপাস্বরে। ক্লাশ শেষ হওয়ার পর রবিন আমাকে লাথি মারার জন্য সারা এনেক্স দৌড়ানি দিয়েছিল!
***ভোরবেলা কলে পানি না থাকলে আমি যে কবিতাটা আবৃতি করেছি এমএস পর্যন্ত-
আমি ফজরে ঘুম থেকে জাগিনি?
চোখে বড়-চোখ লাগিয়ে মটর ছাড়িনি?
তাইলে কলে পানি নাই ক্যান?
আমি কি আজও বাস মিস করুম!
*** মাঝে মাঝে বাসা থেকে বের হয়ে যে কোবতেটা আমার মুখে এসে পড়ে-
সকালে বাসা থেকে বের হলাম
বের হয়েই পড়লাম কার্পেট বম্বিং-এর সামনে
হালার কাউয়া, খাইছি তরে!
***আমি পুরান আমলের একটা খাটে ঘুমাই, মানে বক্স খাট না চারঠ্যাং-এর খাট। বাসায় জুতার সেলফ আছে, কিন্তু সবাই কেন জানি আমার খাটের নিচে জুতা রাখতে পছন্দ করে। লাস্ট যেবার বাসা রং করে, খাটের নিচ থেকে টোটাল আড়াই বস্তা জুতা উদ্ধার করেছিলাম জুতার বাহার দেখি আর কোন কোন দিন আবৃতি করি-
আজ ঘরে ময়লা কম ঠেকে কেন
লোকজন কি আজ বাইরে যায় নাই?
নাকি আমার খাটের তলা সাফ কইরা জুতা সব নিয়া গেছে চুরে?
ইয়াহুউউউউ.......
না চুরে নেয় নাই, আমার কপাল খুলে নাই- বুয়ায় মাত্র ঝাড়ু দিছে!
এইটা কখনো ঘটেনা।
***
আরগ্রুভডটকমে রোবট মুভির লিংক দেখে যে কোবতেটা ভেবেছিলাম-
আমি রুবুট ছিনেমা দেখেছি
মান্নার মেশিনম্যান দেখেছি
ক্যামেরনে কি ঘুড়ারডিম বানাইছে টার্মিনেটের
হের পুস্টারে কি আছে এরাম সুন্দর বেডির ফটু?!
****এইবার বিবিধ কয়েকটা আর ঐদিন লেখা আরো কয়েকটা শেয়ার করি-
**
তুমি কি বিড়ালের হাঁটা দেখেছ
তুমি কি কাকের ওড়া দেখেছ
রিকশায় লেজ চাপা-খাওয়া কুত্তার দৌড় দেখেছ
তাইলে তুমি সিড়ি বাইয়া নামবা কেমবে?!
**
আমার পিরিয় ভুকাল মিলা
যখনই তার কনসার্টে আমি যাই,
তার গানের অপরাবাস্তবতায়
আমার খালি বাড়ি ফেরার জন্য রিকশা খুঁজতে মন চায়!!
**সামহোয়ারইনে আসার পর থেকে আমার প্রিয় কোবতে হল-
কিলিক দিস লিংক!
কিলিক দিস লিংক!
কিলিক দিস লিংক!
কিলিক দিস লিংক!
** বাসে একদিন
আজ বাসে অসাধারণ সুন্দরী এক মেয়েকে দেখেছিলাম
আহারে, দুনিয়ার সব কিছু থোরাই কেয়ার করে
মেয়েটা আমার দিকে চেয়ে হাসছিল, যদিও সাথে তার মা ছিল,
একটু পরে মেয়েটার মা
মেয়েটার মুখে নতুন ফিডার দিল!
**
একজনের নতুন ছেলে হয়েছে,
দেশের জনসংখ্যা বাড়ানোর আনন্দে মিলাদ দিয়েছে
এই ফিদবিযাওয়া মিলাদ মাহফিলে
আমি বিরানীর ঘেরান পেয়ে ঢুকেছিলাম
শালারা একটা কইরা জিলাপী দিয়া বাইর কইরা দিছে।
তোগর চইদ্দগুষ্ঠীর পেটখারাপ হউক।
**
আমি জঙ্গলে গিয়েছিলাম
আমি মেঘনার পাড়ে বসেছিলাম
আঙ্গুল দিয়ে দাঁতও মেজেছিলাম
কিন্তু মোবাইলে চার্জ দিতে পারি নাই!
অনুকাব্য: সব কিছুর শুরু যেই পোস্টের ৪২ নং কমেন্ট থেকে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।