মাগার মনডায় যে কি চায়, নিজেই জানিনা...............
লেখা লেখি ভাল্লাগেনা। পারিনা তাই। হাত কিরমিরায়। যাই হোক, আজ কয়েকটা সত্য কথা বলি। বিসয়টা ইভটিজিং।
বাঙালি হুদাই চিল্লায়। কয় ইভটিজিং প্রতিরধ করবো, কত ঘোড়ার ডিম পাড়ব। ইভটিজিং করলেই যত দোষ পোলাগো। পোলার গুষ্টি উদ্ধার করে। আর আমি কি কই, সব দোষ অই মাইয়াগো।
বাপ মায় কি টেকা কম দ্যায়, জামা পরবো অরনা ছাড়া। প্রতিযোগিতায় নামে কার বুক কত উঁচা। এইসব দেখলে কন পোলার মাথা ঠিক থাকবো? আবার উচিৎ কথা কইলে, মানে টিস করলে দোষ। এবার একটা গল্প। ছোটো।
এক মা তার মাইয়ারে লইয়া পুলিশের কাছে গেছে। অভিযোগ তার মাইয়ারে পাশের বাড়ির মাইনকায় নাকি 'চ' বর্গীও কিছু একটা করবে বলে থ্রেট দিছে। এখন পুলিশ অভিযোগ লিখবেন কি, মা মেয়ের অবস্থা দেইখা তার নিজেরি মাথা ঘুরায়। মা-মেয়ে দুজনি পাক্কা যুবতি। ছাগি পরছে অরনা ছাড়া হাতা কাটা জামা, ছাগির বাচ্চা পরছে গেঙ্গি প্যান্ট।
দুইজনে বক্ষ প্রদর্শনের মহরায় নামসে। পুলিশের ত কাম সারা। হে বেডা কেস না লেইখা উলতা অভিযোগ করলো......... কেস আর কি লিখমু? আমারি ত মণ্ডায় কয় কিছু করি! আপ্নাগ সুশীল ( নাকি অশ্লিল) সমাজের যে অবস্থা, তাতে পলারা ভাল থাকবো কেম্নে? দয়া কইরা আপ্নে যান আর আমার ঈজ্জত বাঁচান।
আসলেয় অবস্থা তাই। সরকার বোলে কোন স্কুলের সামনে পুলিশ মতায়ন করছিল যাতে কেউ মাইয়াগ ডিস্টার্ব করতে না পারে।
পরে দেখা গেল পুলিশই এলাকার পলাগ কাম কইরা দিতাসে
যাই হোক, কথা কইলে কথা বাড়ে। আসল কথার ধারে কাছে কেউ যাইবেন না। হুদাই প্যাঁচাল পারবেন। আগে ঘর সামলান। পরে অন্নের পলারে ধরেন।
আপ্নের বইনে বাইরে কেম্নে চলা ফেরা করে তার খোঁজ রাখেন? কেউ কিছু কইলেই ত দুনিয়া উলটাইয়া ফালাইবেন। যাক এইখানে থাম্লাম। আপডেট করার ইছছা রইল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।