সবকিছু
এমন বলছি না যে শরৎচন্দ্রের মত গদ্য আর জীবনানন্দের মত পদ্য আশা করছি। কিন্তু একটা মিনিমাম বৈচিত্রতো থাকা দরকার। ব্লগ খুলকেই খালি কপি পেষ্ট। যাও দু-একটা মৌলিক রচনা আসে তার অর্ধেক আবার অখাদ্য কবিতা। সেই সব অখাদ্য কবিতা কেউ পড়ে না জন্য আবার প্রথম পাতা থেকে সরে যাবার পরপরই শুরু হয় তার বিজ্ঞাপন। আরে বাবা কিছু লিখার ক্ষমতা না থাকলে আমার মতো না লিখে বসে থাকবেন। শুধু শুধু ফালতু পোষ্ট দিয়ে ভাল ভাল লেখাগুলো চোখের আড়াল করার কি দরকার? এইসব ফালতু জিনিসের চেয়ে রাজনৈতিক কাদা ছোড়াছুড়িও ভাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।