আমাদের কথা খুঁজে নিন

   

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ গন্ধর্বপুর শাখা কমিটি গঠন শপথ সমাপ্ত

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।

স¤প্রতি বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ গন্ধর্বপুর শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে দেবতোষ দাস ও সাধারণ সম্পাদক পদে রিংকু চন্দ্র দে মনোনীত হয়েছেন। গত ১৯ জুলাই শুক্রবার দুপুরে গন্ধর্বপুর রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে নবগঠিত ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের সভাপতি সেবাশ্রম পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গুষ্ঠ বিহারী দে প্রথমে নব-নির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। পরে সভাপতি নব-নির্বাচিত সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদেরকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেবাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ভূনবীর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীপংকর দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সমীরন কুমার দে, মানিক লাল দে, রবীন্দ্র কুমার বৈদ্য, বিজয়কৃষ্ণ দাশগুপ্ত, পূর্ণেন্দু কুমার দত্ত প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।