আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। বিবেকানন্দ শিা ও সংস্কৃতি পরিষদ শ্রীমঙ্গল শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮ টায় স্থানীয় রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি অরুণ চৌধুরীর সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক অসিত পালকে সভাপতি ও শংকর বণিককে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এর আগে পরিষদের সাবেক সহ-সভাপতি অজিত বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি স্বপন রায়, সাধারণ সম্পাদক অজয় কুমার দেব এবং পৌর শাখার সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য, রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক দীপক ধর পুরকায়স্থ প্রমুখ। এসময় বিগত কমিটির সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন করেন শ্যামল আচার্য্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।