আমাদের কথা খুঁজে নিন

   

বাথরুম সিঙ্গারের মারফতী গান



স্বীকার করি আর নাই করি বাথরুম সিঙ্গার তো আসলে সবাই। এর মধ্যে যারা বাথরুমেও গায় আবার জনসমক্ষেও গায় তাদেরকে সম্মান জানাই সঙ্গীতশিল্পী নাম দিয়ে। কিন্তু তাই বলে কি তারাও বাথরুমে গান গায় না? যেটা বলতে যাচ্ছিলাম, পাশের বাড়িতে একজন বিশিষ্ট বাথরুম সিঙ্গার আছেন যিনি প্রায়শই আমাদের বিনামূল্যে গান শুনিয়ে বিমল আনন্দ প্রদান করে থাকেন। তো সেদিন একটা গান ধরলেন। সুরটা ভীষণ পরিচিত লাগল, কিন্তু কথাটা ধরতে পারলাম না।

অন্য ভাষায় গাইছেন নাকি? খেয়াল করে শোনার চেষ্টা করলাম। পরের লাইনগুলো তো ঠিকই আছে। "................................ ঝড়ো ঝড়ো ঝড়ো হাওয়া বইছে, তোমাকে আমার মনে পড়েছে। " লতা মুঙ্গেশকরের বিখ্যাত গান। কিন্তু প্রথম লাইনটা তো ছিল, "আষাঢ় শ্রাবণ, মানে না তো মন।

" বিশিষ্ট শিল্পী কী গাইলেন? দেখলাম ঐ বাড়িতেও কে যেন হালকা প্রতিবাদ জানালেন। খুব সম্ভব তার গিন্নী। শিল্পী তখন বললেন, "আরে এইটা মারফতী গান, কিছুই তো শুনলা না জীবনে। এই যে শোন আবার গাই। গাউসুল আযম মাজারে তোমায়, ঝড়ো ঝড়ো ঝড়ো হাওয়া বইছে, তোমাকে আমার মনে পড়েছে।

" এ কী শুনলাম! মারফতী গান তাহলে জীবনে আমারও শোনার বাকী ছিল। শিল্পী সাহেবের গিন্নী আবারও মনে হল প্রতিবাদ করে উঠলেন। এদিকে শিল্পী মহা বিরক্ত। "ধুর, তুমি কিছুই জানো না। এই গান কত বিখ্যাত মারফতী গান সেইটা জানো? আবার সুর ধরলেন, গাউসুল আযম মাজারে তোমায়, ঝড়ো ঝড়ো ঝড়ো হাওয়া বইছে, তোমাকে আমার মনে পড়েছে।

" আহা আহা, দরদ যেন ঢলে ঢলে পড়ছে। আমার মনে পড়ে গেল আব্বাকে গাইতে শোনা সেই গান, "ইসকুল খুইলাছে রে মওলা ইসকুল খুইলাছে, গাউসুল আযম মাইজভান্ডারী ইসকুল খুইলাছে। " যেটাকে ছোট বোন নিজের মত করে গাইত, "গাউসুল আযম মাজবা না কি, ইসকুল খুইলাছে। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.