কিছু ভূল কিছু স্মৃতি নাড়া দেয় সর্বক্ষণ
সম্প্রতি চীনা কোম্পানি রেনসুই ডিজিটাল বাথরুমের ফসেট ডিজাইনে জন্য নতুন প্রযুক্তি যোগ করার ঘোষণা দিয়েছে। এই প্রযুক্তিতে বাথরুমের পানির ট্যাপের সঙ্গেই থাকবে টাচ প্যানেল। সেখানে নির্দেশনা দিয়েই দরকারি জিনিসপত্র পাওয়া যাবে। খবর ম্যাশএবল-এর।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, রেনসুই-এর তৈরি ফসেটে টাচ প্যানেলে থাকা সুইচ চেপে ঠান্ডা বা গরম পানির ফরমায়েশ দেওয়া যাবে। এমনকি পানির তাপমাত্রাও এই টাচ প্যানেলে টাইপ করে ঠিক করে দেয়া যাবে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, বাথরুমের জন্য তৈরি এ প্রযুক্তি কবে নাগাদ বাজারে পাওয়া যাবে তা এখনো জানায়নি রেনসুই। তবে তারা দাবী করেছে, রেড ডট পুরস্কার জেতা এ উদ্ভাবন বাথরুমে সত্যিকারের কাজে লাগবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।