আমাদের কথা খুঁজে নিন

   

শুরু হল দুই দিন ব্যাপী চুয়েট র‌্যাগ-২০১১।

আকাশ মেঘে ঢাকা..ঢেকে যায় সব রোদ..ছায়া ছায়া অন্ধকারে..পুড়ে যায় সব রোদ...

শুরু হল দুই দিন ব্যাপী চুয়েট র‌্যাগ-২০১১। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বড় ট্রাডিশন হল প্রত্যেক বছর যখন একটি ব্যাচ চার বছরের বি,এস,সি কোর্স শেষ করে তখন একটি দুই দিন ব্যাপী অসাধারন র‌্যাগপ্রোগ্রামের আয়োজন করা হয়। নিঃসন্দেহে বলা যেতে পারে এত বড় এবং এত ধুমধামের সাথে বাংলাদেশে খুব বেশি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগ অনুষ্ঠিত হয় না। কারন শুধু বিদায়ী ব্যাচের স্টুডেন্টরাই নয় সকল জুনিয়র এবং অসংখ্য সিনিওর যারা ইতিমধ্যে পাস করে চলে গেছে তাদের সবার মিলনমেলাতে পরিনত হয় এই উৎসব। প্রথম দিনের অনুষ্ঠানে থাকে কালার ফেস্ট, চট্টগ্রাম শহরে বিশাল র্যা লী, চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন, রক্তদান কর্মসূচী, বৃক্ষরোপন, বিভিন্ন রকম মজার খেলা, ফিল্ম ফেস্টিভাল, ছাত্র-শিক্ষক ফুটবল এবং ক্রিকেট ম্যাচ ইত্যাদি।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানের মাঝে আছে প্রতিবারের মত এবারও কালচারাল প্রোগ্রাম এবং সব শেষে সব থেকে আকর্ষনীয় ওপেন এয়ার কনসার্ট। কনসার্ট চলে সারা রাত। একেবারে ভোর পর্যন্ত। যেটা বাংলাদেশে আর কোন বিশ্ববিদ্যালয়ের র‌্যাগহয় বলে আমার জানা নেই। এইবার আসবে ওয়ারফেজ, শিরোনামহীন, পাওয়ারসার্জ, তীরন্দাজ, D-Mezor এবং চুয়েটের নিজস্ব ব্যান্ড স্পেলবাউন্ড এবং North-201. যাই হোক গোছায় লিখতে পারলাম না।

কারন এখন আমি রঙ খাইতে আর খাওইতে দৌড়ামু। ভার্সিটি লাইফের শেষ সময়টা চূড়ান্ত মজায় ভাসাইতে চললাম। আপনারা যারা অন্তত চিটাগং-এ আছেন তাদের সবাইকে দাওয়াত থাকলো আসার জন্য। বাকি ব্লগার ভাইদেরও দাওয়াত। আমি গেলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.