আমাদের কথা খুঁজে নিন

   

বেঁচে থাকার গান (অনুপম রায়)



যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা জেনো কেড়ে নিতে দেবোনা যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা জেনো আমি ছাড়তে দেবোনা আর আমি আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ আর আমি আমি জানি প্রতি রাতে হয়রানি , হারানো শব্দের খোঁজ আর এভাবেই নরম বালিশে, তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরীদের স্নান ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান আর এভাবেই মুখের চাদরে, পরিচিত হাতের আদরে বেঁচে থাক রাতে পরীদের স্নান ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি তবু হেরে যেতে দেবোনা যদি বেচে দিতে বলে শিকড়ে বাধা মাটি জেনো আমি বেচতে দেবোনা আর আমি আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ আর আমি আমি জানি প্রতি রাতে হয়রানি , হারানো শব্দের খোঁজ আর এভাবেই নরম বালিশে, তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরীদের স্নান ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান আর এভাবেই মুখের চাদরে, পরিচিত হাতের আদরে বেঁচে থাক রাতে পরীদের স্নান ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.