আমাদের কথা খুঁজে নিন

   

কৃষ্ণা

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি....

কৃষ্ণা নামের মেয়েটির কথা আজো পড়ে মনে কি যে সুন্দর মায়াবী ছিলো মুখখানি তার, দেখা হলে বলিতো সে,"বাবু কেমন আছিসরে?" আজো সে গভীর জিজ্ঞাসা তুলনা মেলা ভার। কখনো যদি তারে ডাকিতাম দূর থেকে কাছে আসতো সে ছুটে,বলতো "বাবু ডাকিছ্ কেনেরে?" খোপায় জড়ানো কাঁঠালী চাঁপা খুব মানাতো তারে পড়তো শাড়ি খুব গুছিয়ে মনের মতো করে। দু'পায়ে বাজিতো নুপুর সকাল দূপুর ভেঙ্গে নিরবতা হাঁসিতো সে উচ্ছলতা নিয়ে দিতো তারে পূর্ণতা। ঠোটের কোনে কালো তিল পড়িতো টোল গালে দু'চোখ ডাগর কালো কি জানি যাদু জানে! মাঝে মাঝে আনিতো বুনো ফুলের তোড়া যতন করে নিজ হাতে সাজাতো ফুলদানি টারে মনের মাধুরি দিয়ে। এনে ছিলো পাহাড়ী ময়না ধরে খাঁচাতে বন্দি করে মিস্টি হেঁসে বলে ছিল,"দেখিছ্ কথা শিখাবো ময়না টারে"। নিজ হাতে যতোনে বুনা তাঁতের রঙ্গিন জামা দিয়ে ছিল মোরে,বলে ছিল "বাবু পড়ে দেখ্ না।" মনে পড়ে বিদায় ক্ষণে দু'চোখ ছিল তার অশ্রু ভেজা আজো সে কথা ভেবে পাই মনেতে বড় ব্যাথা, আজো কৃষ্ণার ছায়া ঘিরে থাকে বাড়ায় ব্যাকুলতা মনের কথা প্রকাশে হায়রে মোর ব্যার্থতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।