আমাদের কথা খুঁজে নিন

   

চুমুর রেকর্ডে সালমান

আমি ইনটারনেটে আয় করি।

প্রথমে একটু অবাক হওয়ার মতোই কথা। চুমুর রেকর্ড, সে তো ইমরান হামশির ভাঙার কথা। কিন্তু ভাঙলেন কি না সালমান? হ্যাঁ, তিনি রেকর্ডটি ঠিকই ভাঙতে সক্ষম হয়েছেন। তবে সবচেয়ে বেশি চুমু খাওয় নয়, চুমু পাওয়ার রেকর্ড।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে এক মিনিটে সবচেয়ে বেশি চুমু পাওয়ার আগের রেকর্ডটি ছিল এক জাপানি অভিনেতার। তিনি এক মিনিটে পেয়েছিলেন ৮৭টি চুমু। সালমানের মেয়ে ভক্তের অভাব নেই। আর সালমান এই রেকর্ডটি ভাঙার চেষ্টা করবেন আর অনুষ্ঠানে মেয়ে থাকবে না তা কি হয়? অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫ তরুণী এবং একঝাঁক শিশু। অবশ্য নিয়ম অনুযায়ী হাত ছাড়া শরীরের অন্য কোথাও চুমু দেওয়া যাবে না, তাতেও কিছু হলো না।

এক মিনিটের মধ্যে সালমান লাভ করলেন মোট ১০৮টি চুমু। অর্থাৎ নতুন বিশ্ব রেকর্ডের অধিকারী এখন সালমান খান। উপস্থাপিকা প্রীতি জিনতাও হাসিমুখে জানালেন, হাতে ঘড়ি না থাকলে এই সুযোগে তিনিও নেমে পড়তেন চুমু খাওয়ার দলে। ক্যাটরিনা কাইফের 'জারা জারা কিস মি কিস মি' গানটি এখন নতুন করে সালমানের ওপর চিত্রায়িত করা যেতেই পারে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.