আমাদের কথা খুঁজে নিন

   

চুমুর কাফফারা



আ নি স আ ল ম গী র ফোনালাপ তিন মিনিট ছাড়ালে বুঝতে হবে দু’ জনের সাক্ষাৎ ফরজ টানা দেড় ঘণ্টা কথা শেষে জানাই সূত্রটা- এসো তবে দেখা করি। দেখার স্বাদ মিটবেনা ফোনালাপে- এরাত, কালরাত, অনন্তরাতেও । তোমার যুক্তি, সে সূত্রে দু’জনের সাক্ষাৎ ‘কাজা’ হয়েছে ৩০ দিন! এসো কাল দেখা করি, প্রথম দেখাতেই পুরনো থাকি ৩০ দিন। কাজা আদায় করি শুধু চুমুতে, পুরনো জুটির এটা কি বেশী চাওয়া! গজল সন্ধ্যা ‘সফর মে’ গাচ্ছেন রাহাত ফতেহ আলী খান পাশাপাশি তুমি আমি, প্রায় শূণ্য মৈত্রী সম্মেলন কেন্দ্র । আষাঢ়ের ৪, বাইরে অঝোরে ঝড় নামার কথা, নামছে না! জমছে না রাহাতের গজলও, শূণ্যতা নুসরত ফতেহ আলীর। হাত ধরাধরিতেই পেরুলো গজল সন্ধ্যা, পূরণ হলোনা কাজাও। বললে, ধৈয্য ধরো, চুমুর কাজার কাফফারা দেবো সহবতে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.