ব্যাতিক্রম থাকার চেষ্টা করে পাগল বলে গণ্য হয়েছি বহু,তবুও আমি আমার মতো, কেউ নেই আমার মতো।
চুমুগুলো আজকাল হয়ে গেছে বড্ড নিষ্প্রাণ,
অসাড় ঠোঁটের মিলন মাত্র!
নিয়মরক্ষার্থে শুধু ঠোঁটগুলো বাড়িয়ে দেয়া
আগের উগ্রতা, কামনা, টান আজকে বিলুপ্ত।
আজকাল ঠোঁটগুলো অকারণে কথা খুঁজে পায় না
মুখে তো কথাই থাকে না, নিশ্চুপ দুজনা,
মাঝেমাঝে অসহ্য লাগত এ নিস্তব্ধতা
তবে এখন আমি নিজেকে সামলে নিয়েছি দীর্ঘশ্বাসে।
নীরার ফেরার কথা ছিল, কথা রাখে নি
আমি আগের উন্মত্ততায় ঠোঁট বাড়িয়ে দিতে চেয়েছিলাম!
আচ্ছা, তুমি সেই আদিম চুমুর স্বাদ ভুলে গেছো কি?
[ফেবুতে মাঝে মাঝে হঠাত্ মাথায় আসা কবিতা পোস্ট করি, বেশির ভাগই হাহাকার মূলক।
গত আড়াই মাস ব্লগে কোন পোস্ট দেই নি, তাই নতুন বছরে এই পোস্ট দিয়ে শুভ সূচনা করলাম। হ্যাপি ব্লগিং ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।