আমাদের কথা খুঁজে নিন

   

চুমুর দৃশ্য বাদ দিতে বললেন আফ্রিদি

'মে হুঁ শহীদ আফ্রিদি' নামের এই ছবিটিতে একটি কিশোরের আফ্রিদির মতো ক্রিকেট তারকা হয়ে উঠার প্রচেষ্টা চিত্রায়িত হয়েছে।
ছবিটি তৈরির সময় শুভকামনা জানিয়েছিলেন আফ্রিদি। কিন্তু গোল বাধে ছবিটির একটি ট্রেইলার প্রচার করার পর। এতে ছবিটির নায়ককে নাইটক্লাবে একটি মেয়েকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার দৃশ্য দেখানো হয়েছে।
পাকিস্তানের ক্রিকেট তারকা মনে করেন, ছবিতে এ দৃশ্য থাকলে তার ভাবমূর্তি ক্ষুন্ন করবে কারণ এ ছবির সঙ্গে তার নাম জড়িয়ে আছে।


পাকিস্তানের অতি রক্ষণশীল অঞ্চল খাইবারে জন্ম নেয়া আফ্রিদি বলেন, "এ ছবিটিতে আমার নাম ব্যবহারের অনুমতি দিয়েছিলাম যাতে শিশুরা সুস্থ বিনোদন পাওয়ার পাশাপাশি ক্রিকেটের দিকে আকৃষ্ট হয়। এ ছবিতে কোনো অশালীন দৃশ্য থাকা উচিত নয়। "
এ ছবির সঙ্গে তার জীবনের কোনো সম্পর্ক নেই দাবি করে আফ্রিদি বলেন, "অনেক শিশু পরিবারের সঙ্গে এ ছবি দেখতে যাবে আমার নাম দেখে। তারা এ ধরণের দৃশ্য দেখলে কষ্ট পাবে। আমি আশা করবো, ছবি থেকে দৃশ্যগুলো ছেটে ফেলা হবে।

"
গত রোজার ঈদে ছবিটি মুক্তি দেবার কথা থাকলেও কারিগরি সমস্যার কারণে তা হয়নি।
ছবিটির বিজ্ঞাপন এমনভাবে দেখানো হচ্ছে যে অনেকেই মনে করছে আফ্রিদিও এতে অভিনয় করেছেন। এতেও ভীষণ রেগেছেন আফ্রিদি।
ছবিটির প্রযোজক খ্যাতনামা পাকিস্তানি অভিনেতা হুমায়ুন সাঈদ আফ্রিদিকে প্রধান চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আফ্রিদি তাতে রাজি হননি।


"আমি এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছি কারণ আমার গুরুজনেরা অভিনয়ের বিরুদ্ধে। আমি প্রযোজকের কাছ থেকে এক পয়সাও নেইনি। "

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.