আমাদের কথা খুঁজে নিন

   

চুমুর আকাঙ্খা ঠোঁট রাঙা

আতলান্তিকের এ পার হতে ও মন কাঁধে, যেখানে মন ভরে উঠে মাঠির সোঁদা গন্ধে -সে আমার জন্মভূমি বাংলাদেশ



বৃষ্টি মুখর গ্রীষ্মের সোনালী উষ্ণতা প্রাতে
শুয়ো পোকারা আহা রসের চুমুতে মাতে
কামিনী কাঞ্চন কেন যে ওগো লাল হয় লাজে
চুমুর অনুরাগে ঢেউ উঠে দেহের ভাজে
প্রতি অঙ্গ যদি শিক্ত হয় চুম্বনের রসে
আরক্ত মুখে শিক্ত ঠোঁটে যে হৃদয় হাসে
শিশির কণা মুক্তো হয়ে জ্বলে উঠে ঘাসে
কলঙ্ক দাগ চন্দ্রে, সূর্যালোর চুমুতে ফাঁসে;


চুমুর রসায়নে রসের ঢেউ জাগে দেহে
উন্মুখ অন্তর্গত হৃদয় ঊষ্ণ চুমু চাহে
চুমুতে জরা হরে আয়ু বাড়ে হৃদয়ে ঢেউ
বেদম চুমাচুমি শেষে কামেতে তৃপ্ত কেউ;
চুমতে আকাঙ্খা ঠোঁট রাঙা সোহাগের ছলে
ঠোঁট দু'টো বাড়ায় যে সখি আড়ালে আবডালে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.