উম্মম্ম
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে অচলাবস্থা কাটেনি। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক গন্তব্যে বিমানের কোনো ফ্লাইট যায়নি। অভ্যন্তরীণ ও আঞ্চলিক গন্তব্যের দুটি ছাড়া সব ফ্লাইটই বাতিল করা হয়। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কঠোর অবস্থান ও কাজে যোগ দিতে পাইলটদের ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এই সময়সীমা শেষ হবে কাল শনিবার বেলা ১১টায়।
সর্বশেষ গতকাল রাত পৌনে ১১টায় বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্র ও কাল শনিবার বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে হজ ফ্লাইট চালু থাকবে।
এদিকে পাইলটদের প্রতি সংহতি জানিয়ে দুই কর্মকর্তা চিফ অব টেকনিক্যাল ক্যাপ্টেন শাহ আলম ও ডেপুটি চিফ অব শিডিউলিং ক্যাপ্টেন রেজোয়ান গত বুধবার পদত্যাগ করেছেন। এতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিভিন্ন দায়িত্বে থাকা পাইলটদের দিয়ে কিছু ফ্লাইট পরিচালনা করে বিমানকে সচল দেখানোর চেষ্টাও বাধাগ্রস্ত হলো।
সূত্র : প্রথম আলো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।