আমাদের কথা খুঁজে নিন

   

আপনাদের জন্য অংকের একটি বিশেষ ধাধা দিলাম, কেহ উত্তর পারেন কিনা চেষ্টা করে দেখতে পারেন....



ছোটবেলায় আমার বাবা আমাদেরকে এই বিশেষ অংকের ধাধা - টি দিয়েছিলেন। আমাদের ভাই-বোনদের কেহই উত্তর দিতে পারি নাই। বাবা পরে ব্যাখ্যা করে উত্তর বুঝিয়ে দিয়েছিলেন। তারপর থেকে আজ অবদি আমি আমার দেখা প্রায় প্রত্যেক বুদ্ধিমান মানুষেেক ধাধাটি দেই। এখন পর্যন্ত কেহ সঠিক উত্তর দিতে পারে নাই। তবে আমি জানি ধাধাটি লিখিত ভাবে দিলে তাদের অনেকেই সঠিক উত্তর দিতে পারতেন। যাহোক এখানে ধাধা-টি দিচ্ছি- আশা করি কেহ না কেহ পারবেন। কেহ পারলে অনুরোধ করছি শুধু উত্তর টুকু দিবেন। আমরা পরে উত্তর ব্যাখ্যা করব। ধাধাটি ---- “এক গোয়ালার ত্রিপদ গাভী, সপ্তঘাটে পিয়ে পানি, নববৃক্ষতলে বন্ধন করে, ষোল গোয়ালায় দোহন করে- বলতো ঐ গোয়ালার মোট কতটি গাভী?”

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.