কেন যে মানুষ প্রেম করে কেনই বা ছ্যাক খায়,এটা ছিল আমার কাছে বিরাট এক রহস্য।আজ নিজে যখন একই ফাঁদে পড়লাম তখন মনে হচ্ছে এর চেয়ে বড় সত্য আর কিছু নেই।প্রথমে ভাবলাম গাঞ্জা ধরবো কিনা?ফোন করলাম বন্ধুকে,আমার কাছে এই ধরনের আব্দার শুনে ও কি বলবে প্রথমে খুঁজে পেল না।কিছুখন চুপ করে থেকে বললো,তোদের হলের সামনেই ডিপো।নিজে গিয়ে কিনে নে।বের হলাম টাকা নিয়ে,এক পোটলার দাম নাকি বিশ টাকা।কিন্তু শেষ পর্যন্ত লজ্জা কাটিয়ে উঠতে পারলাম না। আমার চারপাশে যখন পৃথিবীটা ধূসর হয়ে উঠছে তখন আমার কি এই লজ্জা শোভা পায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।