কল্পিত সুখ শুধু কল্পনায় সুন্দর বাস্তবতায় খুব বেমানান।
বন্ধ দুয়ার, দরজার ওপাশে কড়া নাড়ে কে?
খুলিবেনা সে দুয়ার হায়, রুদ্ধ পথ সে,
দুয়ারের ওপাশে দাড়িয়ে সে কাঁদে হায়
সাড়া নাহি পায় তবু,
কত আঘাত সে করিলো সেথায়
খুলিয়া যায় যদি কভু।
খুঁজে সে পথ, তবু খুঁজে না পায়
দিশেহারা সে পথিক,
পাবেনা সে খুঁজে সেই পথ
তার দিশা যদি না হয় ঠিক।
তবু খুঁজে ফেরা, কড়া নাড়া বারে বারে হায়
ওপাশ থেকে একবার যদি কেউ সাড়া দেয়!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।