কলাবাগান, পান্হপথ, গ্রীনরোড 'এর দিকে বাসা খুজছি অনেকদিন থেকেই।
আমার অফিস পান্হপথ আর বউয়ের রাসেল স্কয়ার। বউ এবং আমার কর্মস্হল কাছাকাছি হওয়ায় বাসা খুজতে বের হলাম আজ।
বাড়িওয়ালাদের চাহিদা দেখে মনে হলো তারা খুব সস্তায় ভাড়া চাচ্ছে। ২ রুমের একটা বাসা ১৬ হাজার / ১৭ হাজার + সার্ভিস চার্জ (২০০০ টাকা) + বিল সমগ্র (পানি ৫০০ টাকা, গ্যাস ৪৫০ টাকা, বিদ্যুত (৬০০-৮০০ টাকা)।
সবমিলে ২০,০০০ - ২১,০০০ টাকার মামলা।
যা কিনা আমার মাসিক বেতনের ৭০%, কিছু বলতেও পারিনা, সবকিছু অসহ্য লাগছে।
আমি যদিও অফিস ট্রানপোর্ট পাই, বাট সমস্যা হল বউ এর জব লোকেশন নিয়ে। অফিস থেকে মিরপুর-আরামবাগ যেতে ১ / ১.৩০ ঘন্টা লাগে। মাঝে মাঝে ২ ঘন্টাও পার হয়ে যায়।
ব্লগার ভাই-বোনদের কাছে পরামর্শ চাই, কোনদিকে বাসা পাব ১৫,০০০ টাকার ভিতরে।
আশা করি নিরাশ করবেন না সবাই।
অগ্রিম ধন্যবাদ সবাইকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।