আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগি গ্রুপের রাজনীতি

আমি শুধুই মানুষ, কোন বিশেষণ নাই।

গত কয়েকদিন ধরেই পত্রিকা জুড়ে দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগি ভিত্তিক গ্রুপের রাজনীতির নামে কুকীর্তির সংবাদ। আমার মনে আছে আমি যখন চবির ছাত্র ছিলাম তখন শাটল ট্রেনগুলোর বগি গুলোর যে সব সুন্দর সুন্দর নাম ছিল তার মাঝেই খুজেঁ পাওয়া যেত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উন্নত রুচি আর চিন্তা চেতনার বহিঃপ্রকাশ। গান, আড্ডা আর মজার অপর নামই ছিল যেন শাটলে ভ্রমণ। যারা বগি ভিত্তিক গ্রুপ গুলো করত তারা ব্যস্ত থাকতেন বিভিন্ন মজা, গান আর গপ্পোর মাধ্যমে সেই বগিকে সবার চেয়ে আকর্ষণীয় করতে।

রাজনীতির মতবিরোধ থাকলেও ট্রেনে উঠে সবাই এক হয়ে যেতো। আর গত কয়েক বছর ধরে ছাত্রলীগের নামধারী কুলাঙ্গারদের কারণে সে পরিবেশ নষ্ট হয়ে গেছে। সাধারণ ছাত্র-ছাত্রীরাও আজ এদের কারণে আতংকিত। ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটি ছাত্র সংগঠনকে এসব কুলাঙ্গারেরা কলুষিত করছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সরকারের উচিত শীঘ্রই এসব কুলাঙ্গারদের সনাক্ত করে যথাযথ শাস্তি দেওয়া আর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.