আমাদের কথা খুঁজে নিন

   

চবিতে শাটল ট্রেনের চালককে ছাত্রদলের অপহরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের এক চালককে অপহরণ করেছে ছাত্রদল। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। আজ বুধবার সকালে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টায় ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায়। এরপর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নুরুল হুদা-সোহেল গ্রুপ ওই ট্রেনের চালককে অপহরণ করে। অপহরণের পর তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে মিছিল করে ছাত্রদলের নুরুল হুদা-সোহেল গ্রুপ। এই মিছিলের ওপর হামলা করে ছাত্রলীগ। এর জের ধরে শাটল ট্রেনের চালককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.