সব কিছুর মধ্যেই সুন্দর খুঁজে পেতে চেষ্টা করি............
হোটেল এন্ড স্পা লুথানঃ সম্পুর্ণ নারীদের হোটেল
ট্রাভেল এন্ড লিভিং চ্যানেলে বিভিন্ন দর্শনীয় স্থান, হোটেল এবং রান্না বিশয়ক অনুষ্ঠান দেখায়। ভ্রমন এবং রান্নার অনুষ্ঠান আমার বরাবরই পছন্দের বিশয়। কয়েক দিন পুর্বে ট্রাভেল এন্ড লিভিং অনুষ্ঠানের হেডিংটা ছিল-হোটেল লুথান, অনলী ফর ওমেন বাই দ্যা ওমেন। হেজাব পরা একজন বৃটিশ মহিলাকে ইন্টারভিউ করছেন অনুষ্ঠানের হোস্ট Samantha Brown, মহিলার নাম Lorraine Countinho, CEO, Hotel & Spa Luthan. হোটেল এন্ড স্পা লুথান সৌদি আরবের জেদ্দার ডিল্পোমাটিক এলাকায় অবস্থিত মধ্যপ্রাচ্য তথা আরব বিশ্বের একমাত্র এবং সম্পুর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত চার তারকা মানের মহিলা আবাসিক হোটেল। এই হোটেলের উদ্দ্যোক্তা, মালিক, পরিচালক এ টু জেড সব কর্মচারী-কর্মকর্তা সবাই নারী।
এই হোটেলের নকশা করেছেন নারী, ইন্টেরিয়র ডিজাইন করেছেন নারী। আসলে এটাকে ৮ একর ভুমির উপড় নির্মিত একটা নারীস্থান বললেও ভুল হবেনা।
এই হোটেলের প্রধান উদ্দ্যোক্তা Princess Nouf bint-e Faisal bin Turkey Al-Saud তাঁর আরো ৬ জন মহিলা পার্টনার নিয়ে এই হোটেল নির্মানের পরিকল্পনা করেন। ২০০৫ সালে এই হোটেল নির্মাণ কাজ শুরু হয় এবং ২০০৭ সালে চালু করা হয়। প্রথম পর্যায় এই হোটেলে আবাসিক ব্যাবস্থা চালু হয়নি।
প্রথম অবস্থায় এটা শুধু খাবারের জন্য অর্থাৎ হোটেল রেস্টুরেন্ট হিসাবে চালু ছিল। খাবারের হোটেল হিসেবেই জেদ্দাস্থ্য সকল ডিপ্লোম্যাটদের স্ত্রী-সন্তানেরা সহ অভিজাত সৌদি মহিলাদের ভীরে লাঞ্চ এবং ডিনার টাইমে স্থান সংকুলান খুব দুরহ হয়ে যায়। তাদের পরিকল্পনা আরো প্রসারিত করে ২০০৮ সনের গোরার দিকে এই হোটেলকে ফোর স্টার মানসম্মত করা হয় এবং আন্তর্জাতিক হোটেল মান নিয়ন্ত্রক সংস্থা কর্তিক ফোর স্টার মান সার্টিফিকেট লাভ করে।
এতো দিন যেখানে সৌদি তথা এরাবীয়ান মহিলাদের কালো বোরখা এবং মাথায় স্কার্ফ পরে বাহিরে বেড়ুতে হতো সেখানে এখন সেই রক্ষণশীল মহিলারাই নিশ্চিন্তে আরাম করে বোরখা খুলে শুধু হোটেলে খেতেই যেতে পারছেনা-তাঁরা অনায়াসে হোটেলের বিউটি পার্লারে সাজসজ্বা করতে এমন কি স্নানের পোষাক পরে ঐ হোটেলের ২ টি সুইমিং পুলে সাতার কাটতেও পারছেন। এই হোটেলের অন্য একজন উদ্যোক্তা পরিচালক Princess Madawi জানিয়েছেন ক্রম বর্ধমান চাহিদার প্রেক্ষিতে শীগ্রই এরাবিয়ান অন্য কয়েকটি দেশেও তাদের হোটেলের শাখা বিস্তৃতি ঘটাবেন।
এছারাও তারা ইউরোপীয়ান এক্সপার্টদের নিয়ে এরোমা থেরাপী, মেসাজ থেরাপী, আকুয়া হিলিং, স্কীন কেয়ার, হার্বাল, বিউটিফিকেশন’র উপড় একটা প্রফেশনাল ডিপ্লোমা কোর্স চালু করতে যাচ্ছেন।
এই হোটেলের প্রধান নির্বাহীর নাম Lorraine Countinho যিনি চিপ এক্সিকিউটিভ অফিসার হিসাবে দ্বায়িত্ব রত। তাঁর আছে ২০ বছরের আন্তর্জাতিক মানের হোটেল পরিচালনার অভিজ্ঞতা। তিনি জানিয়েছেন-এখানে আরবী জানা নারী অফিসিয়াল আছেন, ইংলিশ, জার্মান, ফ্রেঞ্জ, হিন্দী ছারাও আরো ৮ টি প্রধান ভাষা জানা স্টাফ রয়েছেন। বাংলাদেশ সহ ৬ টি দেশের মহিলা শেফ আছেন যারা ইতিপুর্বে পৃথিবীর বিভিন্ন দেশের স্টার হোটেলে অনেক বছরের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন।
মিজ Lorraine Countinho জানিয়েছেন লুথান হোটেলেই পৃথিবীতে প্রথম বারের মত "বেলগার্ল" পদ্দতি চালু করেছেন। হোটেল চালু হবার দিন থেকেই এই হোটেলের ২৪০ টি স্যুট/রুম’এর ৯০% রুম সব সময়ই বুকড থাকে-যা পৃথিবীর অন্যান্য স্টার হোটেলের চাইতে আনুপাতিক ১৫% বেশী!
এই হোটেলের নিয়মিত সার্ভিস নেবার জন্য শুধু মাত্র সৌদি আরবের তিন শাতাধিক অভিজাত পরিবারের মহিলা সদস্য Sauna, Ayurveda, Aromeopathy সহ বিভিন্ন রেগুলার সার্ভিস নেবার জন্য তালিকাভুক্ত আছেন এবং অন্যান্য দেশেরও অনেক বোর্ডার বিভিন্ন সেবা নেবার জন্য তালিকাভুক্ত আছেন। এই হোটেলে যেসব সুবিধা সমুহ আছে-তা নিম্ন রুপঃ- 24 Hours room service, 2 Indoor swimming pool, 3 Cconference hall, Business center, Laundry service, Coach parking, Car parking, Gymnasium, Sauna, Ayurveda, Aromeopathy, Beauty parlor, Earliest check-in, Elevator, Concierge services ,Large sized lobby ইত্যাদি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।