আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুদের প্রতি

ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা

দুঃখিত আমার ভালো লাগা আমার লেখা গুলোকে নিয়ে কারো লেখার পাত্রী হব ভাবতেই পারিনি আমি দুঃখিত আর বলতেই হচ্ছে যথেষ্ট মানসিক উন্নতি এখনো হয়নি আমি যখন সাজির লেখা পড়ি ঠিক ওর মতই চিন্তা করি সুন্দর সবুজ সকাল যখন স্বদেশের লেখা পড়ি কিছু প্রতিবাদী সুর দেখি শিরিষের কবিতায় প্রকিতির গান আর রানার কবিতা আর গানের লিরিকে নিজেও হারিয়ে ফেলি ইমন জুবায়ের এর লেখাই ইতিহাস প্রিয় ব্যক্তিত্বদের এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে আমি ঘন্টার পর ঘন্টা পাড় করে দেই পরে এমন আরো আরো আছেন যাদের শ্রদ্ধ্যা করি যাদের লেখা আমার ভালো লাগে আর তার সাথে জানতে ইচ্ছা হয় এর পেছনের মানুষটা কেমন আমার মন্তব্যে কখনো অশালীন কিছু লিখেছি বলে মনে পরে না এখানে অনেকে আছেন আমার পরিচয় জানেন যাদের সাথে ফেস বুক এ দেখা হয় কোনদিন কাউকে অশালীন কিছু লিখেছি বলে আমার মনে পরেনা যদি মেসেজ এ জানতে চাই কেমন আছেন বা আরো অনেক কিছু আমার দৃষ্টিতে সেটা অন্যায় নয় আমাকে কেউ লিখলে তার উত্তর সুন্দর ভাবে দিতে চেষ্টা করি এটা আমার দুর্বলতা নয় আমার বিনয়, আমার ভদ্রতা । আমি কিন্তূ সেদিন প্লেটো কে নিয়েই লিখতে বলেছিলাম আর তা যে এমন হবে ভাবিনি । .আমরা নোংরা দুর্গন্ধ ময় জিনিস দেখতে দেখতে মনটাও তেমন হয়ে গেছে আমি কারো জন্য লিখিনা নিজের জন্যই লিখি যদি আমার কোনো লিখায় কাউকে কষ্ট দিয়ে থাকি ক্ষমা চাইছি ... আর আমি মনের দিক থেকে সত্যি খুব নরম তাই আবার ও ক্ষমা চাইছি এ জায়গা আমার জন্য নয়.। আর বিজ্ঞান ভিত্তিক লেখাটা বিজ্ঞানের মতই হওয়া উচিত তাই নয়কি তার টাইটেল তা আরেক জনের নামে হবে তা কেন ? আপনআরা লিখুন আমি আমরা পড়ব কারণ এখানে তাই আসা আমাদের কিন্তূ প্লিজ কাউকে আঘাত করে নয় । বিনয়ী নম্র আর ভদ্র ভাবে উপস্থাপন তাই চাই আমরা । আমি আবার ও বলব আমি থাকি সামু সামুর মতনই চলবে একজন আমি চলে গেলে ক্ষতি হবে না আমার কিন্তূ নিজের ব্যক্তি জীবনে কষ্টের অভাব নেই তাই এখানে ভালো কিছুর বদলে কষ্ট পেতে আমি চাই না মাফ করবেন........ ভালবাসি আমার বন্ধুদের

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.