কৃষ্ণশুভ্রারা বেঁচে থাকুক দূরে সুদূর স্বপ্নসীমান্তে
আজ বন্ধু দিবস। সকাল থেকেই ব্লগে অনেক বন্ধুদের থেকে একে একে শুভেচ্ছা বার্তা দেখছি। আমার নিজেরও ইচ্ছা করল কিছু লেখার। ক্যাডেট নম্বর ১৮৬২ এর এক পার্ট লেখার ইচ্ছে ছিল। বাদ দিলাম।
কারণ আজকের দিন শুধু একজন বন্ধুর জন্য নয়। সকল সময়ের সকল বন্ধুরাই স্মৃতিপটে এসে ভিড় জমাচ্ছে। আজ আমি বোধ করছি আমি বড়ই ভাগ্যবান। এই ক্ষুদ্র জীবনে আমার জুটেছে অনেক অনেক ভালো ভালো বন্ধু । মনে পড়ছে সেই ছেলেবেলার খেলার সাথীদের।
মনে পড়ছে আমার প্রথম স্কুল জীবনের ছোট্ট বন্ধুদের ,জানি না আজ তারা কেমন আছে। দেখা হলে চিনতে পারব কিনা তাও জানি না। মনে পড়ছে আমার আইডিয়াল স্কুলের বন্ধুদের কিংবা ক্যাডেট কলেজের অসাধারণ সব বন্ধুদের। মনে পড়ছে বুয়েটের বড় বেলার বন্ধুদের। আর সেই সাথে এই ব্লগে পরিচিত হওয়া নেট বন্ধুদের।
আর সব বন্ধুর বড় বন্ধু আমার মা কে যাকে আমার সব কথাই খুলে বলতে পারি অনায়াসে। সকল বন্ধুরা ভালো থাকো এই শুভকামনা আর এই পোস্টের মাধ্যমে সকল ব্লগার বন্ধুদের বন্ধু দিবসের শুভেচ্ছা।
****পুনশ্চ :এই লেখা উৎসর্গ বন্ধু মেহরাব শাহরিয়ারকে যার হাত ধরে আমার এই ব্লগে পদচারনার সূচনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।