কম্পিউটার আর ইন্টারনেট হাতের মুঠোয় এনে দিয়েছে সারাবিশ্ব। তাই ঘরে বসেও থাকতে চাই সবার সাথে।
আমি আমার বন্ধুদের খুব মিস করি। কারণ আমি এখন তাদের কাছ থেকে অনেক দূরে। অবশ্য মাঝে মধ্যে মোবাইলে যোগাযোগ হয়।
বাবার চাকরি সূত্রে অনেক জায়গায় যাওয়া হয়েছে। এখানে ২ বছর তো ওখানে ৩ বছর। এভাবে আমার অনেক বন্ধু হয়েছ। আমার কলেজের বন্ধুদের খুব মিস করি।
কলেজে গিয়ে ক্লাস শেষ করে সবাই আড্ডা দিতাম।
কখনও ক্লাস না করে ক্যান্টিনে বসে গল্প করতাম। সারাদিন ঘুরে বেরাতাম। অবশ্য ক্লাস না করার জন্য স্যারদের বকুনি খেতাম। সুইটি, শারমিন,উর্মি আর আমি ছিলাম স্যারদের প্রিয় ছাত্রী। এ কারণে স্যারদের বকাও খেতাম।
এইচ এস সির পর আমরা আলাদা হয়ে যাই। তারপর শুরু হয় অনার্সে ভর্তির ব্যস্ততা। অনার্সে ভর্তি হয়ে আবার পড়ার ব্যস্ততা। ওদের কাছ থেকে আলাদা হওয়ায় অনেক কষ্ট হয়েছে। কারণ অনার্সে ভর্তি হওয়ার পর আমার বন্ধু ছিল না।
আর সুইটি, শারমিন,উর্মিকে খুব মিস করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।