উপক্রমণিকাঃ কবে জন্মেছিলাম মনে নেই । নিজের জন্মের কথা মনে আছে এমন মানুষের সংখ্যা হয়ত শূন্যই হবে । তাই তা নিয়ে দুঃখবোধ নেই । তবে আক্ষেপ আছে । তীব্র কৌতূহল আছে ।
খুব জানতে ইচ্ছা করে কোথা থেকে, কীভাবে এসে পৌছালাম পৃথিবী নামক এই গ্রহের বুকে । আমরা অনেকেই হয়ত এই প্রশ্নের উত্তর জানি । তবে অধিকাংশ ক্ষেত্রে তা শুধুই বিশ্বাস ,প্রকৃত জ্ঞান নয় । অথচ আমরা মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রানী । তাই মেনে নিতে কষ্ট হয় আমাদের অতীত- বর্তমান এবং ভবিষ্যৎ এর অজ্ঞানতার কথা ।
এই পৃথিবী মহাবিশ্বের তুলনায় অনেক ছোট । প্রায় নেই বললেই চলে । কিন্তু এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত বিশ্বাস আছে, যত জ্ঞান আছে, যত ধর্ম কিংবা কর্ম আছে তা বিশাল মহাবিশ্বের আর কোথাও আছে বলে আজ অবধি কোন হাদিস পাওয়া যায় নি । তাহলে পৃথিবীকে বিশ্ব ব্রক্ষান্ডের কেন্দ্রবিন্দু বলে ধরে নেওয়া যায় । কিন্তু এই পৃথিবীর যারা কর্ণধার অর্থাৎ মানুষ এর সমস্ত বিশ্বাস, জ্ঞান, সুখ, দুঃখ, ভালবাসা , বিরহ, অভিমান, অহংকার সবকিছুই ভিন্ন ভিন্ন ধারায় প্রবাহিত ।
কিন্তু সত্য তো আর একাধিক হতে পারে না । সত্য সর্বদা তার পথেই প্রবাহিত । তাহলে ধারনা করা যায় কিছু মানুষ হয়ত সঠিক পথে চলছে, সত্য দর্শন মেনে নিয়েছে কিংবা দেখা পেয়েছে । কিন্তু অন্যদের বেলায় ধরণী এত বিদ্বেষ ভাব পোষণ করেছে কেন? তারা কি এমন পাপ করেছে যার জন্য তারা প্রকৃতির শুদ্ধতার স্বাদ থেকে বঞ্চিত ।
তবে আমরা জানি না সেই সৌভাগ্যবান মানুষেরা কারা ।
তাই এটা ভেবে বসে থাকলে তো হবে না যে আমরাই আসল পথে আছি । আমাদের হাতে এমন প্রমাণ কিংবা তথ্য কি আছে যার দ্বারা আমরা নিশ্চিত করে বলতে পারি , আমরাই বুদ্ধিমান অন্য মানুষেরা সব বোকা । আমি জানি আমরা অনেকেই এরকম ধারনা পোষণ করে বেঁচে আছি । সেটা হয়ত আজকের জন্য ভাল তবে আগামীর জন্য তা ভাল নাও হতে পারে । আমাদের এই ভিন্নতার বা বৈষম্যের কারন মূলত নির্ভর করে আমাদের বিশ্বাসের ধরনের উপর নির্ভর করে ।
আমরা আসলে তিনটি ভিন্ন পথে ধাবমান । আর সেগুলো হল –বিজ্ঞান, দর্শন এবং ধর্ম । আমাদের কেউ ধর্মভীরু, কেউ দর্শন বা যুক্তি নির্ভর আবার কেউ বিজ্ঞান এবং প্রযুক্তি ছাড়া কিছুই মানি না । সব ক্ষেত্রেই কিছু না কিছু মিল থাকবে, সত্য থাকবে, স্বাভাবিকতা থাকবে এটাই নিয়ম । কিন্তু তাই বলে সব তো আর সত্য হতে পারে না ।
কেননা সবইতো মানুষের প্রচেষ্টার ফসল । সেখানে ভুল –ভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক । আমরা যদি পৃথিবীর সব বর্ণের – গোত্রের – ধর্মের মানুষ যদি নতুন একটা স্বপ্ন দেখি , নতুন ভাবে বেঁচে থাকার চেষ্টা করি , বিজ্ঞান- দর্শন- ধর্মের গণ্ডীর বাইরে চলে আসি , পৃথিবী তন্ন –তন্ন করে সত্যকে খুঁজে এনে মুক্ত মন ( Open Heart) কে গড়ে তুলতে পারি ; তাহলেই দেখতে পারব আমাদের পৃথিবীটা কত সুন্দর, আমাদের জীবনটা কত সুখের ।
ব্লগটির শিরোনাম “বিজ্ঞান দর্শন ধর্ম এবং কিছু খোলা প্রশ্ন” । আশা করি নামে কোন বিভ্রান্তি নেই ।
তবু বলি, এই ব্লগে আমদের জগত এবং জীবনের নানান রকম জানা-অজানা, রহস্যময় কিংবা অসংজ্ঞায়িত বিষয়কে একই সাথে বিজ্ঞান দর্শন এবং ধর্মের আলোকে আলোচনা করবো । পরবর্তীতে সবদিক বিচার – বিশ্লেষণ করে আমরা প্রকৃত সত্যকে , সঠিক তথ্য কিংবা তত্ত্বকে আবিষ্কার করে গড়ে তুলব আমাদের মুক্ত মন বা Open Heart . আর তাই আমরা সবাই এতে অংশ নিয়ে আমাদের নিজেদেরকে মুক্ত মনের মানুষ করে গড়ে তুলব । এই প্রত্যাশা রেখেই আমরা যাত্রা শুরু করলাম । আগামী পর্ব গুলতে আমরা এক একটা বিষয় নিয়ে বিজ্ঞান দর্শন এবং ধর্মের আলোকে আলোচনা করব । আমরা সবাই যেন আমাদের জানা তথ্য, তত্ত্ব নিয়ে এগিয়ে আসি এবং নিজেদের যুক্তিকে প্রমাণ করার জন্য চেষ্টা করে যাই ।
নমুনা প্রশ্নঃ
১। মানুষের পৃথিবীতে আগমন ঘটেছে কখন?
২। মানুষ স্বপ্ন দেখে কেন?
৩। পৃথিবীর অবস্থান মহাবিশ্বের কোথায়?
৪। পৃথিবির বাইরে কোন প্রাণের অস্তিত্ব আছে কি?
৫।
মানুষের জন্ম পূর্ব অবস্থা কেমন ছিল?
৬। মৃত্যুর পর মানুষের কি হবে?
৭। মানুষের সাথে অন্য প্রাণীর পার্থক্য কোথায়?
৮। মহাবিশের আকার- আকৃতি কেমন?
৯। পৃথিবীর বা মহাবিশ্বের জন্ম কেমন করে হল?
১০।
???????
উৎসর্গ ঃ আমার আনুজ কবিরকে । আমার ভাই, বন্ধু , ভাললাগার মানুষ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।