গাছে পাওয়া গেছে মহিলা হরমোন! এ হরমোন থাকার কথা প্রাণীর শরীরে। বিশেষত যারা নারী, তাদের শরীরে এ হরমোন থাকে। এ হরমোনের নাম প্রোটোজেন। কিন্তু এবার তা পাওয়া গেছে আখরোট গাছে। এ ঘটনা বিজ্ঞানীদের মধ্যে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে।
জানা যায়, প্রোস্টোজেন এক ধরনের স্টেরয়েড হরমোন। এ হরমোন গর্ভাশয় থেকে নিঃসরিত হয়, জরায়ু তৈরি করে। আর জরায়ুতে গর্ভধারণ হয়। গর্ভধারণের সব কিছুর জন্য দায়ী থাকে প্রোস্টোজেন।
এরই রাসায়নিক অবস্থার নাম প্রোজেসটিন।
প্রোজেসটিন দিয়ে তৈরি হয় গর্ভনিরোধক পিলসহ অন্যান্য ওষুধ।
এ ব্যাপারে আমেরিকান রাসায়নিক সমিতির সাময়িকীতে গুইডো এফ পাউলি এবং তার সহকর্মীরা একটি নিবন্ধ লিখেছেন। তারা বলছেন, এ ঘটনাকে ভিন্ন অর্থে দেখার সুযোগ নেই। তারা আরো বলেন, প্রোস্টোজেন মূলত স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রেই দেখা যায়। তবে গাছের ক্ষেত্রে খুব কমই দেখা যায়।
তারা নিবন্ধে বলছেন, লক্ষ লক্ষ বছর বিবর্তনের ধারায় এটা হয়ত ঘটেছে। লক্ষ লক্ষ বছর আগে যখন এটা ঘটেছে, তখন হয়ত অন্যান্য স্টেরয়েড হরমোনের মতোই এটা গাছে চলে এসেছে।
তারা এটাও জানালেন, গাছে প্রোস্টোজেন থাকার ঘটনা বিজ্ঞানীদের বিবর্তনের প্রচলিত ধারণাকে পাল্টে দেবে। সেই সাথে পাল্টে দেবে প্রোস্টোজেনের কার্যকলাপের ধারণাকেও।
এর আগে অবশ্য বিজ্ঞানীরা প্রোস্টোজেন সদৃস্য বস্তু গাছে দেখতে পেয়েছেন।
তবে গাছে হরমোন পাওয়ার ঘটনা এটাই প্রথম।
পাউলি এবং তার সহকর্মীরা ল্যাবরেটরিতে দুটি বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে গাছের মধ্যে প্রোস্টোজেন হরমোনের ঘটনা উদ্ভাবন করেছেন। যে পদ্ধতি দুটি তারা ব্যবহার করেছেন সে দুটি হচ্ছে- নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স এবং মাস স্প্রেক্ট্রোপসি।
তারা আখরোট গাছে প্রোস্টোজেন ছাড়াও তারা নতুন ধরনের প্রোস্টোজেন জাতীয় হরমোনের সন্ধান পেয়েছেন।
শীর্ষ নিউজ ডটকম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।