বিজ্ঞান এবং আল্লাহ
একটা কথা আমরা সবসময়ে দেখি বিজ্ঞান এবং আল্লাহকে নিয়ে নানান ধরনের কথা বলা হয়, লিখা হয়, বিজ্ঞান নাকি আল্লাহ কে আবিষ্কার করতে পরনে নাই তাই আল্লাহ বলতে কিছুই নাই .
আর এর উপরে আমার এই সংক্ষিপ্ত লিখা ...
আল্লাহ এই তো হলেন বিজ্ঞানের জনক তাকে আবার বিজ্ঞান কি করে আবিষ্কার করবে?
আপনি যে বিজ্ঞানের কথা বলেন তা মাত্র শুরু হলো আর আল্লাহ এই বিশ্ব জাহান বিজ্ঞান ময় করেই তৈরী করলেন আর বতর্মান বিজ্ঞানীরা এই গুলু কে খুঁজে বাহির করেন নুতুন কিছু বানাতে পারেন না, আসুন একটা উদারন দিই..
বিজ্ঞান জানতে পারল সূর্য একটা গ্যসের চেম্বার এবং ইহা আগুনে ভরপুর এখন বুলান দেখি বিজ্ঞানীরা কি একটা সূর্য তৈরী করতে পারল?
এই যে চন্দ্র , যাকে নিয়ে কত কত গল্প কবিতা কে একে এত সন্দুর করে তৈরী করলো?
যখন এই বিজ্ঞানের জন্ম হয় নি তখন এই চন্দ্র সূর্য কে নিয়ে আল্লাহ কি বললেন শুনুন ..
৩৮) আর সূর্য, সে তার নির্ধারিত গন্তব্যের দিকে ধেয়ে চলছে৷ ৩৩ এটি প্রবল পরাক্রমশালী জ্ঞানী সত্তার নিয়ন্ত্রিত হিসেব৷
৩৯) আর চাঁদ, তার জন্য আমি মনযিল নির্দিষ্ট করে দিয়েছি, সেগুলো অতিক্রম করে সে শেষ পর্যন্ত আবার খেজুরের শুকনো ডালের মতো হয়ে যায়৷ ৩৪
৪০) না সুর্যের ক্ষমতা আছে চাঁদকে ধরে ফেলে ৩৫ এবং না রাত দিনের ওপর অগ্রবর্তী হতে পারে, ৩৬ সবাই এক একটি কক্ষপথে সন্তরণ করছে৷
সুরা ইয়াসিন ...
এখান বলুন এই জিনিস গুলু কবে বিজ্ঞানীরা জানতে পারল কুরআন নাজিল হবার আগে না কি পরে?
এর পরেও কি বলবেন আল্লাহ কে অবিশ্স্কার করা দরকার? আল্লাহ বলতে কিছু নেই.?
আসলে বিজ্ঞানীরা কোনো কিছু তৈরী করতে পারেনা তারা শুধু এক বস্তু হতে অন্য বস্তুতে রুপান্তরিত করতে পারে মাত্র.
আমি এত দুরে যাবনা খুব কাছের একটা উদারন দিব দেখি দুনিয়ার সকল বিজ্ঞানী তা করতে পারেন কিনা?
আমরা জানি গোলাপের মিষ্টি একটা সুবাস আছে আমরা তা নাকের কাছে নিলেই বুজতে পারি কিন্তু সেই সুবাস আমরা দেখতে পাই না. ওই সব বিজ্ঞানী দের বলুন এই সুবাস কে আলাদা করে আমাদের দেখিয়ে দিতে এর রং কেমন? আকার কেমন ? কতটুকু ওজন?
আমি জানি এর কোনো একটা ও তারা প্রমান করতে পারবেনা, আর প্রমান ছাড়া ও যদি আপনি বিশ্বাস করেন এখানে সুবাস আছে তা হলে আপনি কেন বিশ্বাস করবেন না আল্লাহ আছেন,?
ওই বিজ্ঞানীরা যদি এই সুবাস কে আলাদা করতে পারেন তাহলে আমরা ও আল্লাহ কে দেখিয়ে দিব আর তা না হলে আপনাক বিশ্বাস করতে হবে আল্লাহ এক তিনি আছেন ছিলেন এবং থাকবেন.
সুতারং বিজ্ঞান নিয়ে গর্ব করবেন না আল্লাহর তুলানায় বিজ্ঞান কিছুই না, একটা ডিম ও বিজ্ঞান তৈরী করতে পারেনা .
আসল কথা হলো বিজ্ঞান আমাদের জন্য আল্লাহর অন্য নিয়ামতের মতেই একটা নিয়ামত যাহা আল্লাহ আমাদের দান করলেন আর তার জন্য আল্লাহর সুকরিয়া আদায় করা উচিত.
আল্লাহ আমাদের সবাই কে বুঝিবার তফিক দান করুক ''আমিন''
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।