আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিকতা - ধর্মীয় স্বাধীনতা - সরকারি SMS - হত্যা

নাস্তিকতা একটি বিশ্বাস। আমাদের যেমন ধর্ম পালনের অধিকার আছে তেমন নাস্তিকদেরও নাস্তিক হওয়ার অধিকার আছে। এটি মানুষের ধর্মীয় স্বাধীনতার একটি অংশ কিন্তু আল্লাহ ও তাঁর রাসূল সঃ কে নিয়ে আজে-বাজে কথা বলা ধর্মীয় স্বাধীনতার ও Freedom Of Speech এর সুস্পস্ট অপব্যাবহার । গত ৩/৪ দিনে "Govt. is quite active about any kind of blaspheme about Allah and prophet(sm)" এই SMSটা কম হলেও ৩/৪ বার পাঠানো হইছে। গত ৪ বছরে হাজারও ব্লগ লেখা হয়েছে আল্লাহ ও নবীদের কঠাক্ষ করে, কতজন গ্রেফতার হয়েছে ? কয়টা ব্লগ/FB account বন্ধ হয়েছে? আপনারা মুখে বলেন এক কথা আর অন্তরে অন্য কথা, না হলে এই ভন্ডগুলা আল্লাহ ও নবীদের কঠাক্ষ করার এত দুঃসাহস কখনই পেত না।

ইসলামের প্রতি আপনাদের এত ভালবাসা কোথায় ছিল এতদিন ??? এখনও অনেক FB note, status ও Blog এ আল্লাহ ও নবীদের কঠাক্ষ করে হাজারো উক্তি আছে, আগে তার বিরুধে ব্যাবস্থা নিন তারপর যত খুশি ততো SMS পাঠান কোনো সমস্যা নাই । আর, এই কতিপয় উগ্রবাদী নাস্তিকদের হত্যাও এই সমস্যার কোনো সমাধান নয় । ইসলাম শান্তির ধর্ম । এই ধর্ম বিনা বিচারে কাউকে মারার অনুমতি দেয় না। আমি কোনো আলেম নই তবুও আমার সামান্য জ্ঞানে আমি বুঝি তাদের হত্যা করলে তারাই জয়ী হবে কারন তারা সর্বদা প্রচার করে "ইসলাম সহিংসতার ধর্ম" ।

,পারলে, তাদেরকে সঠিকভাবে ইসলামের দাওয়াত দিন অথবা শান্তিপুর্ণ প্রতিবাদ করুন। মনে রাখবেন সহিংসতার ও হত্যার নাম ইসলাম নয় । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।