আমাদের কথা খুঁজে নিন

   

আকাঙ্খার অপমৃত্যু কবিতার জমিনে

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

আকাঙ্খার মরণ হলে কতটা ক্ষরণ হয় কবির কতটা গুমরে মরে কবি; কবিতা কি জানে? নিত্যদিন যে স্বপ্নাকাঙ্খা উঁকি দেয় মুহুর্মুহু তার কতটা ধারন করে কবিতা; কতটা লীন হয় কালের গর্ভে; কবি শুধু জ্ঞাত। অপূর্ণ আকাঙ্খার তরে কেঁপে উঠে কবির মানস-ভূমি। শিথানে সতত জন্মায় যে ভ্রান্তি; যে অঙ্কুর স্বপ্ন স্বপ্নের চৌহাদ্দিতে যে মোহনকাল; যে সীমানা ছাড়া নীলাম্বর কবিতার জমিনে তার রঙ-রূপ-প্রতিমা কতটা উঠে; কতটা হয় জলছাপ; সে কেবল কবি জানে; তাই আকাঙ্খার অপমৃত্যুতে গুমরে উঠে কবি। একটা জীবন; ভ্রূণের পরিণত বয়স্বী রূপ; অলিগলি অন্ধকার বিবৎস বিবর্তন বিরহ বিস্মরণ বিবমিষা বিতৃষ্ণা কতটা অবোধে গিলে নীলকণ্ঠী হয় পাখি; কতটা বীষ পেলে মৃত্যুরহিত স্বাতীতারার পতনে কতটা দুলে উঠে কবিমন; সতীর্থ সময় মাতাল সমীরণে ভিজে যায় দখিনা বারান্দার কার্নিশ কাঁচালঙ্কার বনে কতটা গভীর হয় স্মৃতিবেলার শৈশবদিন তার কতটাই বা উঠে আসে কবিতার বিন্যাসে। বয়নে। নিয়ত জন্মায় নিরন্তর স্বপ্নাকাঙ্খা সম্ভাবনা স্বপ্নবীজ সাধ ও সাধনা মস্তিষ্কের ডীপফ্রীজে আকাঙ্খার আস্তরণ তার কতটা বপন হয় কালোত্তীর্ণ কবিতায় কিংবা কতটা রোপিত হলে কবিতা কালোত্তীর্ণ হয় সে কেবল কবি জানে; কবিতা জানে না তাই প্রতিটি কবিতার জমিনেই আঁকা থাকে সম্ভাবনার সমূহ মরণ; আকাঙ্খার অপমৃত্যু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।