আমাদের কথা খুঁজে নিন

   

বিভ্রান্ত সময় !

ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা

বিভ্রান্ত সময় আমাকে স্তব্দ করে দেয়, এটা কি কোনো জীবন হলো ? যে জীবনে নেই কোলাহল, নেই কোনো প্রাণ । কেমন শীর্ণ এক নদী এই জীবন। ভালো নেই বলতে চাইনা যেভাবেই থাকি বলি ভালো আছি এ কি অপূর্ব ছলনা !! নিজের সাথে । মধ্যান্নের রোদ খাঁ খাঁ করছে, পথে নেমে ছাতিম গাছ খুঁজি খুঁজি কোনো গাছের ছায়া । বৈশাখের তীব্র দহন আমাকেও পুরিয়ে ছাই করছে, ভেতর, বাহির।

একটু জলের আশায় এদিক, ওদিক চাই কেউ নেই !! ফেরীয়ালাও আজ রোদ বাঁচাতে আশ্রয় নিয়েছে কোনো গাছের ছায়ায়। কেউ কোথাও নেই, একটি ভিখিরি এগিয়ে আসতে গিয়ে থমকে দাঁড়ায়। দীর্ঘ প্রসব বেদনার পর গর্ভধারিনী শান্তির নিশ্বাস ফেলছে , হয়ত কোনো কবি তার কবিতার ছন্দ মিলিয়ে তৃপ্ত আজ.কিম্বা অনেক দিনের পর , আজ তৃপ্ত কোনো নারী. ভালবাসা পেয়ে, বহু আকাঙ্খার ফল । কিন্তূ আমি কিছুই চাইনা কেবল, একটু ছায়া দাও। একটু অবসর দাও।

একটু ভালবাসা দাও । একটু সুন্দর জীবন দাও । এর মাঝেও শুনতে পাই কান্নার রোল, স্বজন হারানোয় বেদনায় নীল জীবনের আগমনে হাসির হল্লা। এই অলস নীরব মধ্যান্নে কিছুই ভালো লাগেনা , বুকের ভেতর মরুভূমির হাহাকার !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।