আমাদের কথা খুঁজে নিন

   

বিভ্রান্ত আমি



১৫ই b‡f¤^i দুপুর ১.৩০ গত কয়েকদিন যাবৎ মনের মাঝে কয়েকটি লাইন ঘুরপাক খাচ্ছে। কিন্তু কিছুতেই পুরো গানটা গাইতে পারছি না কারণ যার কাছে শুনেছি সেও পুরোটা পারে না। কি আর করা যতটুকু পারি ততটুকুই হেড়ে গলায় গেয়ে যাচ্ছি। “ পাখিদের নীড়ে ফেরা গোধুলী বেলায় মনের জানালা খুলে ভাবছি তোমায় আকাশের ণীল যেন তোমার দু’চোখ ¯^‡cœi তারারা ... ” আর এখানে এসেই আটকে যাচ্ছি আর ভাবছি শালার পুরো গানটা যে করেই হোক যোগাড় করতে হবে। কিন্তু যোগাড় আর করা হয়ে উঠছে না কারণ যার মুখে শুনেছি সেও গানটা যেমন পুরোটা পারেন না তেমনি মনেও করতে পারছেন কার কাছে গানটা শুনেছেন। তাই গানটা অসম্পূর্নই রয়ে গেছে। এটা একদিক থেকে ভালই হয়েছে দেখা যাবে হয়তো সম্পূর্ন গানটা এই অংশটুকুর মত ওতটা আবেদনময় নয়। আবার এর উল্টোটাও হতে পারে। কিন্তু আপাতত এটা মেনে নেয়া ছাড়া উপায় দেখছি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।