সুন্দর হোক সত্য
বাংলাদেশ এক বিভ্রান্ত সময় অতিবাহিত করছে রাজনৈতিকভাবে। প্রথমে প্রধান প্রধান রাজনৈতিক নেতাদের জেলে পোরা দুর্ণীতির অভিযোগে (অবশ্য তারা যে দুর্ণীতিবাজ এতে কোন সন্দেহ নেই। ), এরপর অন্যান্য রাজনীতিকদের সাথে তারেক রহমানকেও (কেউ কেউ যাকে কটাক্ষ করে যুবরাজও বলে থাকেন) জেলে পোরা ইত্যাদি মানুষের মনে অনেকটা আস্থার সৃষ্টি করেছিল। অনেকদিনের রাজনীতির বিষবাষ্পে শাসকষ্টের পর যেন খোলা হাওয়া পেয়েছিল সবাই। আমাদের বুদ্ধিজীবিরা বুদ্ধি বিলোতে লাগলেন দু’হাত ভরে।
তারা দেশটাকে নতুন করে নাকি গড়বেন। তো নতুন করে কিছু গড়তে চাইলে নাকি আগে ভাঙতে হয়। সে এমনি ভাঙা শুরু হলো যে কোমরটাই ভেঙে গেল বস্তিবাসী আর অবৈধ(?) দোকানদার ও সামান্য কর্মচারীদের।
আর এখন শুরু হয়েছে নির্বাসন প্রকল্প। কেন??? এনাদের বিচার করা যাবেনা, তা কি স্বীকার করেই নিয়েছেন জলপাইরা? তা না হলে খালেদার সাথে সমঝোতা কেন? আর শেখ হাসিনাকে বিদেশ থেকে আসতেই বা বারণ কেন?? উনারা কি তার বিষমুখ সম্পর্কে আগে অবগত ছিলেন না?? এসব বিভ্রান্তিময়।
আবার বলাবলি হচ্ছে জামাতীদের ও যুদ্ধাপরাধী হিসাবে বিচার হবে(আহা!! সেটা হলে তো খুব ভাল হয়)। তাহলে বাকী রইল এরশাদ আর এলডিপি। কে জানে হয়ত এখানে এলডিপি এবং এরশাদের হাত-পা সবই আছে। নাহলে এরশাদের নিলামে চাঁদাবাজির ঘটনা (৪দলীয় জোট ও মহাজোটে ডিগবাজী) সত্ত্বেও পার পায় কেন??
আর তিনাদের সময়োপযোগী দ্রব্যমূল্য বৃদ্ধির নেপথ্যে মজুদদার ধরার সুফল হিসেবে অচিরেই আসছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। এটা নিয়ে আলাদা পোষ্টানোর ইচ্ছা আছে সামনে।
তো কেউ কেউ বলতে শুরু করে দিয়েছেন যে দুর্ভিক্ষ আসছে!!! বিদ্যৎ খাত ঠান্ডা!!! আসলে যদি ছাগলে হালচাষ হত, তবে বেশীদামে গরু দিয়ে কেউ হালচাষ করতোনা। তো যেটা বলতে চাই - বিভ্রান্তি ছড়িয়ে মূল কাজের অপরাগতা আড়াল করার চেষ্টা সুফল আনবেনা। সঠিক পরিকল্পনা ও স্বচ্ছতা জরুরী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।