বহুরুপী
গত তিন রাজনৈতিক সরকারের সময় ছিলাম চরম বিরক্ত। তাদের বিভিন্ন কর্মকান্ডে অতিষ্ট হইয়া ভাবতাম কবে যে দেশ তাদের হাত থেকে মুক্তি পাইবো। তারেক রহমান জেলে যাইবো এইটা তো চরম ফ্যান্টাসিরও বাইরে ছিল।
আর এহন জেলে যাইতাছে এই সংবাদ যেন ডাইল-ভাত হইয়া গেছে। মনে আছে ২০০৫ সালের নভেম্বরে দাতা গোষ্ঠীর বৈঠকে বলা হইছিল মাত্র একজন বড় দুর্নীতিবাজরে ধইরা জেলে ঢুকান এবং উদাহরণ সৃষ্টি করেন। আর এহন তো প্রতিদিনই উদাহরণ সৃষ্টি হইতাছে।
নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মঞ্জুরি কমিশন সব জায়গায় মোটামুটি ভাল লোক দেওয়া হইছে।
আমরা তো এইগুলাই চাইছিলাম, না কি?
সবই হইতাছে, কিন্তু তারপরেও ভাল লাগতাছে না।
একটা রাজনৈতিক সরকার যদি এই কাজগুলা করতে পারতো?
এই সরকার যদি ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল করা বন্ধ করে তাইলে আমি দিমু নিঃশর্ত সমর্থন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।