আমাদের কথা খুঁজে নিন

   

জয়ের বক্তব্যের ব্যাখ্যা দিল আওয়ামী লীগ

‘আগামী নির্বাচন আওয়ামী লীগ জিতবে বলে তথ্য আছে’- জয়ের এই বক্তব্যে ‘কুটিল ষড়যন্ত্রের’ ইঙ্গিত দেখতে পেয়েছে বিএনপি।
শনিবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এক সংবাদ সম্মেলনে বলেন, দলের নিষ্ক্রিয় কর্মীদের সক্রিয় করতে পারলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে বলে জয় বোঝাতে চেয়েছেন।
 “জয়কে নিয়ে বিএনপির নেতৃবৃন্দের বক্তব্য নিতান্তই রাজনৈতিক প্রতিহিংসামূলক, অনাকাঙ্ক্ষিত ও দুর্ভাগ্যজনক। ”
আওয়ামী লীগের সদস্য, যুক্তরাষ্ট্রে বসবাসরত জয় গত মঙ্গলবার ঢাকায় যুবলীগের এক ইফতার অনুষ্ঠানে ওই বক্তব্য দেন।
হানিফ বলেন, “সজীব ওয়াজেদ জয় বোঝাতে চেয়েছেন, আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মীদের মধ্যে যারা নিষ্ক্রিয়, তাদের সক্রিয় করে সরকারের সাফল্য জনগণের কাছে তুলে ধরলে জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে।

এই তথ্যটি তার (জয়) আছে আছে। ”
জয়ের সমালোচনা করে বিএনপির বক্তব্যের জবাবে তিনি বলেন, “যে পরিবারের ডজনখানেক সদস্যের বিরুদ্ধে আদালতে দুর্নীতির মামলা বিচারাধীন এবং যে দল জনগণের কাছে দুর্নীতিগ্রস্ত দল হিসবে পরিচিতি অর্জন করেছে, সে দলের অসৎ নেতাদের কাছে এহেন মিথ্যাচারই স্বাভাবিক। ”
 
আওয়ামী লীগ নেতা অভিযোগ করেন, খালেদা জিয়ার ছেলে তারেক রহমানই বিদেশে বসে ‘ষড়যন্ত্র’ করছেন।
তারেক ও তার ভাই আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলা সম্পর্কে হানিফ বলেন, “বিচার বিভাগ স্বাধীন। সরকার তরফ থেকে তাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা আছে।

আশা করি, আদালত দ্রুত বিচার শেষ করবেন। ”
আগামীতে ‘নতুন ধারার’ সরকার দেয়া নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “তিনি স্পষ্ট না করলেও বোঝাতে চেয়েছেন, অতীতে তার সরকার পরিচালনায় ভুল ছিল। তবে ব্যর্থতা থেকে কিভাবে শিক্ষা নেবেন, সে বিষয়ে তিনি কিছুই বলেননি।
“২১ অগাস্ট নিয়ে দুঃখ প্রকাশ করেননি। এ বিষয়ে জাতির কাছে ক্ষমা চাইবেন কি না, সে সম্পর্কে কিছু বলেননি।

হাওয়া ভবনের টেন্ডারবাজি-কমিশন বাণিজ্য বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। ”
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে হানিফের সঙ্গে ছিলেন সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আহমদ হোসাইন প্রমুখ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.