বাংলাদেশের প্রয়োজন ৭১ রান ২৪ ওভারে
বোলারদের অসাধারণ নৈপুণ্যের পর এবার ব্যাট্সম্যানরাও দারুন খেলছেন। ফলে বাংলাদেশ দল এখন সুবিধাজনক অবস্থানে। টপ অর্ডার ব্যাট্সম্যানরা দেখে শুনে খেলে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছে। তবে আসল কৃতিত্ব মূলত বোলারদেরই। বাংলাদেশের স্পিনার আঃ রাজ্জাকের হ্যাট্রিকে জিম্বাবুয়ে সংগ্রহ করে ১৯১ রান ৪৬.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে।
রাজ্জাক ২৮ রানে ৫উইকেট এবং অধিনায়ক সাকিব ৩৯ রানে ৪উইকেট লাভ করেন। এছাড়া বাকি উইকেটটি নেন পেসার শফিউল। নাঈম কোন উইকেট না পেলেও ১০ ওভারে মাত্র ২৭ রান দিয়ে জিম্বাবুয়েকে ২০০এর নিচে বেধে রাখতে সহায়তা করেন।
এরপরও শংকা ছিল শেষ পর্যন্ত বাংলাদেশ জিতবে তো। না কি প্রথম ম্যাচের মত আবারও ব্যর্থ হবে ব্যাট্সম্যানরা।
বিশেষ করে টপ মিডল অর্ডার নিয়ে সমালোচনা কম হয় নি। পরিবর্তনও হয়েছে দু'টি। আশরাফুলের জায়গায় রকিবুল, আর মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় নাঈমকে খেলানো হচ্ছে এ ম্যাচে।
দলীয় ২৬ রানে ইমরুল কায়েস বিদায়
স্কোরকার্ড
বাংলাদেশ ব্যাটিং ১২১/২------২৬ ওভার
তামিম- কট এমপফু ব প্রাইস----------৪৪ (৪৮)
ইমরুল কট তাইবু ব এমপফু ---------১০ (১৩)
জোনায়েদ-ব্যাটিং------------------------৩৯ (৫৭)
রকিবুল ব্যাটিং---------------------------২৪(৩৭)
অতিরিক্ত---------------------------------৪
উইকেট পতনঃ ১-২৬, ২-৭৫
জিম্বাবুয়ে বোলিং
উতসেয়া ----৭-০-৪৩-০
এমপফু------৫-০-২৩-১
মেথ----------৩-০-১৫-০
প্রাইস--------৬-১-২১-১
ডেবেঙ্গা-----৩-০-৬-০
চিবাবা------২-০-১১-০
জিম্বাবুয়ে ব্যাটিং
ব্যাট্সম্যান-----------------------------------------রান-----বল
টেইলর কট রকিবুল ব সাকিব---------------------২৮-----৩২
চিবাবা কট মুশফিক ব শফিউল-------------------১---------৬
চাকাবভা স্টাম্প মুশফিক ব রাজ্জাক--------------২১------৩৪
ডেবেঙ্গা ক ও ব সাকিব---------------------------৩০------৬৯
তাইবু এলবিডব্লিউ র রাজ্জাক---------------------২১------৪৮
এরভিন নট আউট --------------------------------৪০------৪১
চিগুম্বুরা ব সাকিব----------------------------------৭-------১৪
উতসেয়া কট নাঈম ব রাজ্জাক-------------------৩২------২৭
মেথ ক ও ব সাকিব-------------------------------০--------২
প্রাইস এলবিডব্লিউ র রাজ্জাক--------------------১---------৪
এমপফু এলবিডব্লিউ র রাজ্জাক-------------------০---------১
অতিরিক্ত------------------------------------------১০
মোটঃ ৪৬.২ ওভারে ----------------------------১৯১/১০
উইকেট পতনঃ ১-১০, ২-৫০, ৩-৫৬, ৪-১০৪, ৫-১১৪, ৬-১৩২, ৭-১৮৯, ৮-১৯০, ৯-১৯১, ১০-১৯১
বাংলাদেশ বোলিং
বোলার ----------------------ওভার------মেডেন------রান-----উইকেট
মাশরাফি---------------------৩-----------০------------১৭--------০
শফিউল---------------------৫------------০------------২৮-------১
রাজ্জাক--------------------৯.২-----------২-------------২৮-------৫
সাকিব---------------------৯-------------০-------------৩৯-------৪
নাইম----------------------১০------------১-------------২৭-------০
সোহরাওয়ার্দি-------------১০------------০-------------৪৭-------০
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।