ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের কাছে বৃহস্পতিবার এ আশাবাদের কথা জানান ব্লাটার।
রউসেফের অফিস একটি ব্লগে লিখেছে, “ব্লাটার প্রেসিডেন্টকে বলেছেন, তিনি নিশ্চিত, এই বিশ্বকাপই হবে সর্বকালের সফল বিশ্বকাপ।”
৩ মাস আগে অবশ্য এই ব্লাটারই ব্রাজিল বিশ্বকাপ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে কোনো দেশকে এত পিছিয়ে থাকতে দেখেননি তিনি।
এমনকি গত ডিসেম্বরে বিশ্বকাপের ১২টি স্টেডিয়ামের কাজ ঠিক সময়ে শেষ করতে সৃষ্টিকর্তারও সহায়তা চান ব্লাটার!
রৌসেফ জানান, ফিফা সভাপতির সঙ্গে ফোনে প্রায় কথা হয়েছে তার। সাও পাওলোতে ১০ জুন ফিফার ৬৪তম সম্মেলনে তাকে আমন্ত্রণ জানিয়েছেন ব্লাটার। বিশ্বকাপ শুরুর ২ দিন আগের এই সম্মেলনের যোগ দেবেন ব্রাজিল প্রেসিডেন্ট।
ফিফা প্রেসিডেন্ট জানান, বিশ্বকাপের ৬৩ দিন বাকি থাকতেই ২৫ লাখ বা ৭৫ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।